আবাসন খাতের স্থবিরতায় মন্দা ব্যাকওয়ার্ড লিংকেজ খাতে
আবাসন খাতের স্থবিরতায় মন্দা দেখা দিয়েছে নির্মাণ সহায়ক খাতে। ব্যবসায়ীরা বলছেন, ফ্ল্যাট বেচা-বিক্রি কমায় চাহিদা কমেছে এ খাতে সংযুক্ত শিল্পের। যার প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে। তবে আবাসন খাত সংশ্লিষ্টরা বলছেন, সংশোধিত ড্যাপ নীতিমালা গতি আনবে আবাসন খাতে।
বছরখানেক ধরে মন্দায় দেশের আবাসন খাত। রাজধানীতে ফ্লাট বেচা-বিক্রি নেমেছে অর্ধেকে। সেই সাথে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক বিশদ অঞ্চল পরিকল্পনা, সংশোধিত ড্যাপ নীতিমালার বাস্তবায়ন না হওয়ায় কমেছে নতুন অবকাঠামো নির্মাণের সংখ্যাও। ফলে প্রভাব পড়েছে আবাসন ব্যবসায়।
এর প্রভাবে মন্দাভাব নির্মাণ সহায়ক বিভিন্ন শিল্পে। নির্মাণ সামগ্রী, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, স্যানিটারি সরঞ্জাম, রং টাইলসসহ প্রায় ৪০০ লিংকেজ প্রতিষ্ঠানে নেমেছে স্থবিরতা।
তবে সম্প্রতি ঢাকার বেশিরভাগ এলাকায় ভবনের উচ্চতা সীমা বাড়িয়ে ডিটেইল এরিয়া প্ল্যান–ড্যাপ সংশোধন চূড়ান্ত হয়েছে। খুব শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। যা আশাবাদী করছে খাত সংশ্লিষ্টদের।
সংশোধিত ড্যাপ নীতিমালায় আবাসন খাত সংশ্লিষ্টদের দাবির প্রতিফলন আছে বলেও মত ব্যবসায়ীদের।
রিপোর্ট : মা. সে /টুবন
বছরখানেক ধরে মন্দায় দেশের আবাসন খাত। রাজধানীতে ফ্লাট বেচা-বিক্রি নেমেছে অর্ধেকে। সেই সাথে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ-রাজউক বিশদ অঞ্চল পরিকল্পনা, সংশোধিত ড্যাপ নীতিমালার বাস্তবায়ন না হওয়ায় কমেছে নতুন অবকাঠামো নির্মাণের সংখ্যাও। ফলে প্রভাব পড়েছে আবাসন ব্যবসায়।
এর প্রভাবে মন্দাভাব নির্মাণ সহায়ক বিভিন্ন শিল্পে। নির্মাণ সামগ্রী, ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি, স্যানিটারি সরঞ্জাম, রং টাইলসসহ প্রায় ৪০০ লিংকেজ প্রতিষ্ঠানে নেমেছে স্থবিরতা।
তবে সম্প্রতি ঢাকার বেশিরভাগ এলাকায় ভবনের উচ্চতা সীমা বাড়িয়ে ডিটেইল এরিয়া প্ল্যান–ড্যাপ সংশোধন চূড়ান্ত হয়েছে। খুব শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে। যা আশাবাদী করছে খাত সংশ্লিষ্টদের।
সংশোধিত ড্যাপ নীতিমালায় আবাসন খাত সংশ্লিষ্টদের দাবির প্রতিফলন আছে বলেও মত ব্যবসায়ীদের।
রিপোর্ট : মা. সে /টুবন
