ATN
শিরোনাম
  •  

ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক

         
ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক

ড্রাইভিং লাইসেন্স পেতে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক

ড্রাইভিং লাইসেন্সের নিয়মে বড় পরিবর্তন আনছে সরকার। এখন থেকে লাইসেন্স পেতে হলে স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৬০ ঘণ্টার বাধ্যতামূলক প্রশিক্ষণ নিতে হবে। প্রশিক্ষণ চলাকালে প্রশিক্ষণার্থীদের ভাতাও দেওয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বুধবার রাজধানীর তেজগাঁওয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান।

ফাওজুল কবির বলেন, “সড়ক দুর্ঘটনা রোধে ড্রাইভিং লাইসেন্স পেতে স্বীকৃত প্রশিক্ষণ কেন্দ্র থেকে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ নিতে হবে। এই প্রশিক্ষণের ব্যবস্থা আমরা করব। আপনি যখন প্রশিক্ষণ নেবেন, আমরা প্রশিক্ষণের একটা ভাতাও দেব।”

তিনি আরও বলেন, “আমাদের সড়কে দুর্ঘটনা ও যানজটের মূল কারণ হচ্ছে অপ্রশিক্ষিত চালক। সড়ককে নিরাপদ ও যানজটমুক্ত করতে হলে প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার তৈরি করতেই হবে।”

উপদেষ্টা জানান, ড্রাইভিং লাইসেন্স প্রদানের বর্তমান পদ্ধতি আমূল পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে লাইসেন্সের মূল শর্ত হবে প্রশিক্ষণ, পূর্বের কমিটি-নির্ভর পদ্ধতি বাতিল করা হবে।

“অন্য দেশের মতো বাংলাদেশেও এখন থেকে ড্রাইভিং লাইসেন্স পেতে প্রশিক্ষণপ্রাপ্ত হওয়া বাধ্যতামূলক করা হবে,”-বলেন অন্তর্বর্তী সরকারের এই উপদেষ্টা।

রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ