ATN
শিরোনাম
  •  

অক্সফোর্ডে প্রকাশিত হচ্ছে তারেক রহমানের রাজনৈতিক ভাবনা নিয়ে গ্রন্থ

         
অক্সফোর্ডে প্রকাশিত হচ্ছে তারেক রহমানের রাজনৈতিক ভাবনা নিয়ে গ্রন্থ

অক্সফোর্ডে প্রকাশিত হচ্ছে তারেক রহমানের রাজনৈতিক ভাবনা নিয়ে গ্রন্থ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাজনৈতিক দর্শন, চিন্তা-চেতনা ও কর্মকাণ্ড নিয়ে একটি গ্রন্থ প্রকাশিত হয়েছে। সাংবাদিক মোহাম্মদ জয়নাল আবেদীন রচিত বইটির নাম ‘সমসাময়িক বাংলাদেশে তারেক রহমানের রাজনীতি’।

বইটির মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে যুক্তরাজ্যের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। লন্ডনের স্থানীয় সময় আগামী শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যা ৬টায় অক্সফোর্ড-বাংলাদেশ সোসাইটির আয়োজনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ছবি
মোড়ক উন্মোচনের পর অনুষ্ঠিত হবে একটি আলোচনা সভা, যেখানে ‘তারেক রহমানের রাজনীতি’ বিষয়ে বিশদ আলোচনা হবে। অনুষ্ঠানে অংশ নেবেন-খ্যাতনামা আলোকচিত্রী ও মানবাধিকার কর্মী ড. শহিদুল আলম, সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন, এবং বইটির লেখক মোহাম্মদ জয়নাল আবেদীন।

উল্লেখ্য, অক্সফোর্ড-বাংলাদেশ সোসাইটি ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়। এটি অক্সফোর্ড ইউনিভার্সিটিতে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থীদের একটি সংগঠন, যা নিয়মিতভাবে বাংলাদেশের ইতিহাস, রাজনীতি ও সংস্কৃতি বিষয়ক বিভিন্ন সেমিনার ও আলোচনার আয়োজন করে থাকে।

রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ