ATN
শিরোনাম
  •  

কোনো চাপে নত হবে না নির্বাচন কমিশন : সিইসি

         
কোনো চাপে নত হবে না নির্বাচন কমিশন : সিইসি

কোনো চাপে নত হবে না নির্বাচন কমিশন : সিইসি

দায়িত্ব পালনে কোনো চাপের কাছে নত হবে না নির্বাচন কমিশন। উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কর্মশালায় এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য কর্মকর্তাদেরও পক্ষপাতদুষ্ট আচরণ না করার নির্দেশনা দেন তিনি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাঠ প্রশানকে প্রস্তুত করছে নির্বাচন কমিশন। সে লক্ষ্যে আজ বুধবার রাজধানীর আগারগাঁওয়ে ইটিআই ভবনে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।

দিনব্যাপি কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে নির্বাচন কমিশনাররা, বিভিন্ন দিক নির্দেশনা দেন। তারা জানান, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন কমিশনের মূল লক্ষ্য। এজন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের আইনের প্রতি কঠোর থাকার নির্দেশ দেয়া হয়।

বিগত সময়ে, ভোট জালিয়াতির কারণে নির্বাচন নিয়ে মানুষের মধ্যে অসন্তোষ রয়েছে বলে উল্লেখ করেন কমিশনাররা। তাই, গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন সেই পরিস্থিতি থেকে উত্তরনের উপায় বলে মন্তব্য করেন তারা।

কর্মশালার উদ্বোধনী বক্তব্যে, সিইসি এ এম এম নাসির উদ্দিন জানান, নির্বাচনে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে শুরুতেই তার সমাধান করতে হবে। আইনের ভেতরে থেকে সিদ্ধান্ত নেয়ার নেয়ার নির্দেশ দেন তিনি।

এছাড়া, ১৫ নভেম্বরে প্রবাসী ভোটারদের জন্য তৈরি অ্যাপ উন্মুক্ত করা হবে বলেও এই কর্মশালায় জানানো হয়।

রিপোর্ট : ম. ক /টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ