৪৩ গোল, পাঁচ লাল কার্ড ও ৬ পেনাল্টিতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের উথালপাথাল হওয়া মঙ্গলবার রাতে পিএসজি ৭-২ গোলে হারিয়েছে বায়ার লেভারকুসেনকে। বার্সেলোনা ঘরের মাঠে ৬-১ গোলে উড়িয়ে দিয়েছে অলিম্পিয়াকোসকে।
আগের ম্যাচে চোটজর্জর দল নিয়েও বার্সেলোনাকে হারিয়ে এসেছে। চোট কাটিয়ে উসমান ডেম্বেলে-দেজিরে দুয়ে দলে ফেরায় এবার জার্মানির লেভারকুসেনের মাঠে গোলউৎসবই করলো প্যারিস সেন্ট জার্মেই।
উইলিয়ান পাচোর গোলে লিড পাওয়া পিএসজিকে ৩৮ মিনিটে আলেক্স গার্সিয়ার পেনাল্টি গোল সমতায় নামায়। এর আগে ৩৩ মিনিটে লেভারকুসেনের রবার্ট আনড্রিখ ও ৩৭ মিনিটে পিএসজির ইলিয়া জাবারনি লাল কার্ড দেখেন।
বিরতির আগেই ৪–১ করে ফেলে পিএসজি। দেজিরে দুয়ে দুটি ও কাভারাস্কেইয়া এক গোল করেন। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তোলেন নুনো মেন্দেস, ডেম্বেলে ও ভিতিনিয়া। লেভারকুসেনের হয়ে আরেকটি গোল করে ব্যবধান কমান গার্সিয়া।
লেভান্ডোভস্কি, রাফিনিয়া, দানি ওলমো, গাভি নেই- চোটে কাতর বার্সেলোনা। কিন্তু হ্যাটট্রিক করে তাদের অভাব বুঝতেই দেননি ২২ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ফেরমিন লোপেজ।
প্রথমার্ধে দুই গোল করেন লোপেজ। দ্বিতীয়ার্ধে বার্সার ইতিহাসে লোপেজই প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেন। সঙ্গে লামিন ইয়ামালের পেনাল্টি গোলের পাশে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল অলিম্পিয়াকোস। কিন্তু ৫৭ মিনিটে সান্তিয়াগো হেজ্জে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় ভেঙে পড়ে গ্রিসের সফলতম ক্লাবটি।
এমিরেটসে প্রথমার্ধে আর্সেনালের সঙ্গে সমানতালে লড়েছে আতলেতিকো। দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটেই চার গোল খায় স্প্যানিশ দলটি। ৫৭ মিনিটে প্রথম গোল করেন গ্যাব্রিয়েল ম্যাগালিয়ায়েস, দ্বিতীয় গোল আরেক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। পরে হাল ছেড়ে দেয়া ডিয়েগো সিমিওনের দলকে জোড়া গোল দিয়েছেন সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস।
ওদিকে পিএসভি আইন্দহফেন নিজেদের মাঠে লজ্জা দিয়েছে নাপোলিকে। কেভিন ডি ব্রুইনাদের গুনে গুনে ৬ গোল দিয়েছে ডাচ ক্লাবটি। গতবারের রানার্সআপ ইন্টার মিলান বেলজিয়ামের ইউনিয়ন সেন্ট-জিলোইসকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।
রিপোর্ট : প. কু/টুবন
আগের ম্যাচে চোটজর্জর দল নিয়েও বার্সেলোনাকে হারিয়ে এসেছে। চোট কাটিয়ে উসমান ডেম্বেলে-দেজিরে দুয়ে দলে ফেরায় এবার জার্মানির লেভারকুসেনের মাঠে গোলউৎসবই করলো প্যারিস সেন্ট জার্মেই।
উইলিয়ান পাচোর গোলে লিড পাওয়া পিএসজিকে ৩৮ মিনিটে আলেক্স গার্সিয়ার পেনাল্টি গোল সমতায় নামায়। এর আগে ৩৩ মিনিটে লেভারকুসেনের রবার্ট আনড্রিখ ও ৩৭ মিনিটে পিএসজির ইলিয়া জাবারনি লাল কার্ড দেখেন।
বিরতির আগেই ৪–১ করে ফেলে পিএসজি। দেজিরে দুয়ে দুটি ও কাভারাস্কেইয়া এক গোল করেন। দ্বিতীয়ার্ধে স্কোরশিটে নাম তোলেন নুনো মেন্দেস, ডেম্বেলে ও ভিতিনিয়া। লেভারকুসেনের হয়ে আরেকটি গোল করে ব্যবধান কমান গার্সিয়া।
লেভান্ডোভস্কি, রাফিনিয়া, দানি ওলমো, গাভি নেই- চোটে কাতর বার্সেলোনা। কিন্তু হ্যাটট্রিক করে তাদের অভাব বুঝতেই দেননি ২২ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার ফেরমিন লোপেজ।
প্রথমার্ধে দুই গোল করেন লোপেজ। দ্বিতীয়ার্ধে বার্সার ইতিহাসে লোপেজই প্রথম স্প্যানিশ ফুটবলার হিসেবে হ্যাটট্রিক পূর্ণ করেন। সঙ্গে লামিন ইয়ামালের পেনাল্টি গোলের পাশে জোড়া গোল করেছেন ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে আসা ইংলিশ ফরোয়ার্ড মার্কাস রাশফোর্ড।
দ্বিতীয়ার্ধে পেনাল্টি থেকে গোল করে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত দিয়েছিল অলিম্পিয়াকোস। কিন্তু ৫৭ মিনিটে সান্তিয়াগো হেজ্জে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়ায় ভেঙে পড়ে গ্রিসের সফলতম ক্লাবটি।
এমিরেটসে প্রথমার্ধে আর্সেনালের সঙ্গে সমানতালে লড়েছে আতলেতিকো। দ্বিতীয়ার্ধে ১৩ মিনিটেই চার গোল খায় স্প্যানিশ দলটি। ৫৭ মিনিটে প্রথম গোল করেন গ্যাব্রিয়েল ম্যাগালিয়ায়েস, দ্বিতীয় গোল আরেক ব্রাজিলিয়ান গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। পরে হাল ছেড়ে দেয়া ডিয়েগো সিমিওনের দলকে জোড়া গোল দিয়েছেন সুইডিশ স্ট্রাইকার ভিক্টর ইয়োকেরেস।
ওদিকে পিএসভি আইন্দহফেন নিজেদের মাঠে লজ্জা দিয়েছে নাপোলিকে। কেভিন ডি ব্রুইনাদের গুনে গুনে ৬ গোল দিয়েছে ডাচ ক্লাবটি। গতবারের রানার্সআপ ইন্টার মিলান বেলজিয়ামের ইউনিয়ন সেন্ট-জিলোইসকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে।
রিপোর্ট : প. কু/টুবন
