ATN
শিরোনাম
  •  

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৮

         
নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৮

নাইজেরিয়ায় জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৩৮

পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি জ্বালানি ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪০ জন।

মঙ্গলবার, দেশটির নাইজার রাজ্যের কাচা-আগাই সড়কে এই দুর্ঘটনাটি ঘটে।

তুর্কি সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ড জানায়, জ্বালানি বোঝাই একটি ট্যাঙ্কার রাস্তার পাশে উল্টে গেলে এতে থাকা বিপুল পরিমাণ তেল ছড়িয়ে পড়ে। এরপর আশপাশের বাসিন্দারা ওই তেল সংগ্রহ করতে ছুটে আসেন। এর কিছুক্ষণ পরই বিস্ফোরিত হয় ট্যাঙ্কারটি। ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে কাছের হাসপতালগুলোতে ভর্তি করা হয়েছে। এখনও উদ্ধারকাজ চলছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল রোড সেফটি কর্পসের- FRSC।

এ ঘটনায় এক্সপ্রেসওয়েতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। নাইজেরিয়ায় রাস্তার খারাপ অবস্থার কারণে দেশটিতে প্রায় জ্বালানি ট্যাঙ্কার বিস্ফোরণের ঘটনা ঘটে।

রিপোর্ট : রা. মু/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ