ATN
শিরোনাম
  •  

ক্যাচ ফেলে সুপার ওভারে হারল বাংলাদেশ

         
ক্যাচ ফেলে সুপার ওভারে হারল বাংলাদেশ

ক্যাচ ফেলে সুপার ওভারে হারল বাংলাদেশ

শেষ বলে ধরা ক্যাচটাই যদি তালুবন্দি হতো- জয়টা বাংলাদেশেরই হতো। কিন্তু সোহান সেটি মিস করলেন। ফলে ওয়েস্ট ইন্ডিজও জিতল না, ম্যাচ টাই হয়ে গেল। এরপর সুপার ওভারে নাটকীয় লড়াই, সেখানেও দুর্ভাগ্য বাংলাদেশের। একদিকে দুর্দান্ত এক ক্যাচ নিলেও আরেকটি সুযোগ হাতছাড়া করায় ১১ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। শেষ বলে ৫ রান দরকার থাকলেও ১ রানে হার মানে টাইগাররা।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এমন একদিন কাটল, যা ওয়ানডে ক্রিকেট ইতিহাসেও বিরল। ওয়েস্ট ইন্ডিজ ইনিংসের সবগুলো ৫০ ওভারই করিয়েছে স্পিনারদের দিয়ে- যা আগে কখনও ঘটেনি।

প্রথমে ব্যাট করতে নেমে বাংলাদেশ ২১৩ রানে গুটিয়ে যায়। স্পিন ফাঁদে পড়ে টপ অর্ডার ব্যর্থ-সাইফ হাসান (৬), তাওহীদ হৃদয় (১২), নাজমুল হোসেন শান্ত (১৫) ও মাহিদুল অঙ্কন (১৭) দ্রুত ফিরলে চাপে পড়ে দল।

সৌম্য সরকার কিছুটা প্রতিরোধ গড়ে ৮৯ বলে ৪৫ রান করেন (৩ চার, ১ ছক্কা)। এরপর মিরাজ, সোহান ও রিশাদের ছোট কিন্তু কার্যকর ইনিংসে দল দুইশ’ ছোঁয়।
রিশাদ হোসেন খেলেন ঝোড়ো ১৪ বলে ৩৯ রানের ইনিংস, মেরে বসান তিনটি চার ও তিনটি ছক্কা। সোহান করেন ২৪ বলে ২৩ রান, মিরাজ অপরাজিত থাকেন ৫৮ বলে ৩২ রানে।

জবাবে ওয়েস্ট ইন্ডিজের শুরুটা ছিল ভয়াবহ- প্রথম ওভারেই তারা হারায় উইকেট। তবে দ্বিতীয় উইকেটে আসে ৫২ রানের জুটি। ১০৩ রানে পঞ্চম উইকেট পড়ে গেলে বাংলাদেশ ম্যাচের নিয়ন্ত্রণ নেয়। একপর্যায়ে ১৩৩ রানে ৭ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজকে তখন প্রায় ধরেই ফেলেছিল টাইগাররা।

কিন্তু শেষ দিকে শেই হোপ ও জাস্টিন গ্রেভসের ৪৪ রানের জুটিতে ম্যাচ ফিরে আসে ক্যারিবীয়দের হাতে। শেষ ওভারের নাটকীয়তায় টাই হয় ম্যাচ, আর সুপার ওভারে গড়ায় পরিণতি। সেখানে ক্যাচ মিস আর নো বলের খেসারত দিয়ে ১ রানের হৃদয়বিদারক হারে মাঠ ছাড়ে বাংলাদেশ।

রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ