সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে ‘সাভার সিটি করপোরেশন’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। পাশাপাশি কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার বিষয়েও সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, “গুরুত্ব বিবেচনা করে সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন গঠনের প্রস্তাব দেন ঢাকার জেলা প্রশাসক। সেই প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠায়। প্রধান উপদেষ্টা এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য ফাইলটি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “স্থানীয় সরকার বিভাগ এখন সম্ভাব্যতা যাচাইসহ প্রশাসনিক ও কারিগরি পর্যায়ের কাজ শুরু করবে। সব যাচাই-বাছাই শেষে প্রস্তাবটি পুনরায় মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর এটি নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।”
সরকারি সূত্রে জানা গেছে, ঢাকার উপকণ্ঠে দ্রুত বর্ধনশীল জনবসতি, শিল্পকারখানা ও অবকাঠামোগত উন্নয়ন বিবেচনায় সাভারকে সিটি করপোরেশন ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
আজ মঙ্গলবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বিষয়টি নিশ্চিত করেন।
এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, “গুরুত্ব বিবেচনা করে সাভার পৌরসভা ও আশুলিয়া মিলিয়ে সাভার সিটি করপোরেশন গঠনের প্রস্তাব দেন ঢাকার জেলা প্রশাসক। সেই প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগ প্রধান উপদেষ্টার কাছে অনুমোদনের জন্য পাঠায়। প্রধান উপদেষ্টা এ বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন এবং পরবর্তী প্রক্রিয়ার জন্য ফাইলটি স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “স্থানীয় সরকার বিভাগ এখন সম্ভাব্যতা যাচাইসহ প্রশাসনিক ও কারিগরি পর্যায়ের কাজ শুরু করবে। সব যাচাই-বাছাই শেষে প্রস্তাবটি পুনরায় মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হবে। এরপর এটি নিকার (প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি) সভায় অনুমোদনের জন্য উত্থাপন করা হবে।”
সরকারি সূত্রে জানা গেছে, ঢাকার উপকণ্ঠে দ্রুত বর্ধনশীল জনবসতি, শিল্পকারখানা ও অবকাঠামোগত উন্নয়ন বিবেচনায় সাভারকে সিটি করপোরেশন ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। বিষয়টি বর্তমানে প্রাথমিক পর্যায়ে রয়েছে।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
