ATN
শিরোনাম
  •  

মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

         
মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

মিসরের গোয়েন্দা প্রধানের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক

মিসরের প্রভাবশালী গোয়েন্দা প্রধান হাসান রাসাদের সঙ্গে বৈঠক করেছেন দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। মঙ্গলবার (২১ অক্টোবর) জেরুজালেমে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

নেতানিয়াহুর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, বৈঠকে গাজায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে নেওয়া যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন, ইসরায়েল-মিসর সম্পর্কের উন্নয়ন এবং আঞ্চলিক রাজনৈতিক ইস্যু নিয়ে আলোচনা হয়েছে।

দুই সপ্তাহ আগে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে ইসরায়েলি প্রধানমন্ত্রী তা ভঙ্গের ইঙ্গিত দিচ্ছেন বলে অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে মধ্যস্থতাকারী দেশ হিসেবে মিসরের গোয়েন্দা প্রধানের এই সফরকে গুরুত্বপূর্ণ বলে মনে করছে কূটনৈতিক মহল।

একই দিনে ইসরায়েলে পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার আগেই সেখানে যান প্রেসিডেন্ট ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং উপদেষ্টা জ্যারেড কুশনার।

গত রোববার যুদ্ধবিরতি ভেঙে গাজায় ব্যাপক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে ৪৫ জন ফিলিস্তিনি নিহত হন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে এখন পর্যন্ত দখলদার বাহিনীর হামলায় ৯৭ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন। রোববারের হামলার পর রাতে পুনরায় যুদ্ধবিরতির ঘোষণা দেয় ইসরায়েল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুদ্ধবিরতি চুক্তি টিকিয়ে রাখা এবং ‘২০ দফা গাজা শান্তি পরিকল্পনা’র দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা করতে জেডি ভ্যান্স, উইটকফ ও কুশনারকে ইসরায়েলে পাঠিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজা উপত্যকায় অন্তর্বর্তী সরকার গঠন, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানায়, মার্কিন প্রশাসনের আশঙ্কা-নেতানিয়াহু যুদ্ধবিরতি চুক্তি থেকে সরে গিয়ে হামাসের বিরুদ্ধে পূর্ণমাত্রার সামরিক অভিযান আবারও শুরু করতে পারেন।

রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ