ATN
শিরোনাম
  •  

ত্রিভুজ প্রেমের বলি জোবায়েদ, বর্ষা যেন আরেক মিন্নি

         
ত্রিভুজ প্রেমের বলি জোবায়েদ, বর্ষা যেন আরেক মিন্নি

ত্রিভুজ প্রেমের বলি জোবায়েদ, বর্ষা যেন আরেক মিন্নি

ত্রিভুজ প্রেমের বলি হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী জোবায়েদ। তার প্রেমিকা বর্ষা আর বর্ষার প্রেমিক মাহির দু'জনের পরিকল্পনাতেই জোবায়েদ খুন হন বলে নিশ্চিত হয়েছে পুলিশ। এতে কোনো ধরনের রাজনৈতিক সংশ্লিটতা নেই, দাবি পুলিশের।

বার্জিস শাবনাম বর্ষা এবং মাহির রহমান ছোটবেলা থেকেই একই বাসায় থেকেছেন দীর্ঘদিন। দেড় বছরেরও বেশি সময় ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিলো, হঠাৎই সে সম্পর্কে কিছুটা ভাটা পড়ে। এ সময় বর্ষাকে পড়াতে বাসায় আসতেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক জোবায়েদ হোসেন।

বাসায় পড়াতে পড়াতে জোবায়েদের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয় বর্ষার। বর্ষার পরিবারও জোবায়েদকেই মেয়ের ভবিষ্যৎ হিসেবে পছন্দ করতে থাকেন। কিন্তু এতে বাধ সাজে তার পুরোনো প্রেম। বর্ষা একইসঙ্গে জোবায়েদ এবং মাহিরের সঙ্গে প্রেমের সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন।

বিষয়টি জানতে পেরে মাহির বর্ষাকে চাপ দেয় এতে বর্ষা জানায়, মাহির আর তার এক হতে হলে জোবায়েদকে পৃথিবী থেকে সরিয়ে দিতে হবে। এক মাস আগে জোবায়েদকে হত্যার পরিকল্পনা করে বর্ষা ও মাহির। তার অংশ হিসেবেই ১৯ অক্টোবর বর্ষার বাসায় পড়াতে গেলে বাসার সিড়িতেই জোবায়েদকে খুন করে মাহির ও তার বন্ধু আইলান। জোবায়েদের মরদেহ ওই বাসার ৩ তলার সিড়িতে পড়েছিলো। হত্যার সময় বর্ষাও সামনে ছিলেন বলে দাবি পুলিশের।

এই হত্যার ঘটনায় বার্জিস শাবনাম বর্ষা, মাহির রহমান ও তার বন্ধু ফারদিন আহমেদ আইলানকে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশ বলছে, এ যেন আরেকটি বরগুনার আলোচিত মিন্নির ঘটনা।

এই ঘটনায় প্রীতম নামে মাহিরের এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। সে মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী ।

রিপোর্ট : সা. আ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ