বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা : যা বললেন বিএনপি নেতা আমির খসরু
দেশের অর্থনীতির সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের স্বাধীনতা নিশ্চিত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
আজ মঙ্গলবার দুপুরে গুলশানে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট : পিআরআই আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুঁজিবাজারের উন্নতি করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক যত সংস্কার করুক না কেন, তাতে কোনো লাভ নেই। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ও অর্থনীতির মধ্যে সমন্বয় করতে হবে। ভবিষ্যতের অর্থনীতি হচ্ছে ক্যাশলেস সোসাইটি। ফলে পুরোপুরি অটোমেশনের দিকে যেতে হবে বলেও মত দেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক খাতে সবার আগে দরকার বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বাধীনতা। বড় বড় বিনিয়োগ বা সরকারি কেনাকাটায় শেয়ারবাজার বা বন্ড মার্কেট থেকে টাকা সংগ্রহ করারও পরামর্শ দেন তিনি।
রিপোর্ট : গো. কা. র/টুবন
আজ মঙ্গলবার দুপুরে গুলশানে গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট : পিআরআই আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পুঁজিবাজারের উন্নতি করতে না পারলে কেন্দ্রীয় ব্যাংক যত সংস্কার করুক না কেন, তাতে কোনো লাভ নেই। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি ও অর্থনীতির মধ্যে সমন্বয় করতে হবে। ভবিষ্যতের অর্থনীতি হচ্ছে ক্যাশলেস সোসাইটি। ফলে পুরোপুরি অটোমেশনের দিকে যেতে হবে বলেও মত দেন তারা।
অনুষ্ঠানে প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আর্থিক খাতে সবার আগে দরকার বাংলাদেশ ব্যাংকের পূর্ণাঙ্গ স্বাধীনতা। বড় বড় বিনিয়োগ বা সরকারি কেনাকাটায় শেয়ারবাজার বা বন্ড মার্কেট থেকে টাকা সংগ্রহ করারও পরামর্শ দেন তিনি।
রিপোর্ট : গো. কা. র/টুবন
