এমপিওভুক্ত শিক্ষকদের বাড়ি ভাড়া ১৫ শতাংশই বাড়াচ্ছে অন্তর্বর্তী সরকার
বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া দুই দফায় বাড়িয়ে ১৫ শতাংই করা হবে। আগামী ১ নভেম্বর থেকে সাড়ে ৭ শতাংশ এবং ২০২৬ সালের জুলাই থেকে আরও সাড়ে ৭ শতাংশ বাড়ানোর কথা জানিয়ে এরই মধ্যে পরিপত্র দিয়েছে অর্থ বিভাগ।
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা আগামীকাল বুধবার থেকে ক্লাসে ফিরে যাবে বলেও আশ্বাস দেন।
অর্থ বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো চিঠিতে জানানো হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া কিছূ শর্ত সাপেক্ষে নির্ধারণ করা হয়েছে। গত, ১০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষক কর্মচারীদের দাবি ছিল ২০ শতাংশ বাড়ি ভাড়া, এক হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার।
এর আগে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়ানো সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষক-কর্মচারীরা।
উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন চালাচ্ছিলেন শিক্ষক-কর্মচারীরা। গত ১৭ অক্টোবর তারা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও যুক্ত করেছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
আজ মঙ্গলবার দুপুরে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি. আর. আবরারের সঙ্গে আন্দোলনরত শিক্ষক নেতাদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত হয়।
সভা শেষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষক প্রতিনিধিরা আগামীকাল বুধবার থেকে ক্লাসে ফিরে যাবে বলেও আশ্বাস দেন।
অর্থ বিভাগ থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব বরাবর পাঠানো চিঠিতে জানানো হয়েছে, সরকারের বিদ্যমান বাজেটের সীমাবদ্ধতা বিবেচনায় নিয়ে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়ি ভাড়া কিছূ শর্ত সাপেক্ষে নির্ধারণ করা হয়েছে। গত, ১০ দিন ধরে আন্দোলন চালিয়ে যাওয়া শিক্ষক কর্মচারীদের দাবি ছিল ২০ শতাংশ বাড়ি ভাড়া, এক হাজার ৫০০ টাকা মেডিক্যাল ভাতা এবং কর্মচারীদের জন্য ৭৫ শতাংশ উৎসব ভাতার।
এর আগে সরকার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া মূল বেতনের ৫ শতাংশ (ন্যূনতম ২ হাজার টাকা) বাড়ানো সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু তা প্রত্যাখ্যান করে আন্দোলন চালিয়ে যাচ্ছিলেন শিক্ষক-কর্মচারীরা।
উল্লেখ্য, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া ভাতা, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের চিকিৎসাভাতা ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করা এবং এমপিওভুক্ত কর্মচারীদের উৎসব ভাতা মূল বেতনের ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৭৫ শতাংশ নির্ধারণের দাবিতে এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের ব্যানারে গত ১২ অক্টোবর থেকে আন্দোলন চালাচ্ছিলেন শিক্ষক-কর্মচারীরা। গত ১৭ অক্টোবর তারা সব বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিও যুক্ত করেছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
