এআইয়ের অপব্যবহার রোধে ‘সেন্ট্রাল সেল’ গঠন করবে ইসি
ভোটের মাঠে এআইয়ের অপব্যবহার রোধে কার্যকর ব্যবস্থা নিতে ‘সেন্ট্রাল সেল’ গঠনের পরিকল্পনা করছে ইসি।
আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট-ইটিআই মিলনায়তনে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে এক সেমিনারে উদ্বোধনী বক্তব্যে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, সময়ের বাস্তবতায় ভোটের মাঠে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এজন্য, এআইয়ের অপব্যবহার মোকাবেলায় কারিগরি বিশেষজ্ঞদের কাছ থেকে সমন্বিত ও কার্যকর সুপারিশ চান তিনি।
সেমিনারে এনটিএমসি, বিটিআরসি, সিআইডি,বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইসি সচিবালয়ের কারিগরি কর্মকর্তারা অংশ নেন। এআই ব্যবহার করে অপতথ্য ছড়ালে তা দ্রুত কীভাবে রোধ করা যায় সে উপায় খুঁজে বের করতে তাদের প্রতি আহ্বান জানান সিইসি।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
আজ মঙ্গলবার সকালে আগারগাঁওয়ে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউট-ইটিআই মিলনায়তনে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ে এক সেমিনারে উদ্বোধনী বক্তব্যে এ কথা জানান প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন।
সিইসি বলেন, সময়ের বাস্তবতায় ভোটের মাঠে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি চ্যালেঞ্জ হিসেবে দাঁড়িয়েছে। এজন্য, এআইয়ের অপব্যবহার মোকাবেলায় কারিগরি বিশেষজ্ঞদের কাছ থেকে সমন্বিত ও কার্যকর সুপারিশ চান তিনি।
সেমিনারে এনটিএমসি, বিটিআরসি, সিআইডি,বুয়েট, ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয় ও ইসি সচিবালয়ের কারিগরি কর্মকর্তারা অংশ নেন। এআই ব্যবহার করে অপতথ্য ছড়ালে তা দ্রুত কীভাবে রোধ করা যায় সে উপায় খুঁজে বের করতে তাদের প্রতি আহ্বান জানান সিইসি।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
