দাবি আদায়ে শহীদ মিনারে অবস্থান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের
দাবি আদায়ে টানা দশম দিন ধরে জাতীয় শহীদ মিনারে অবস্থান করছেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
আজ মঙ্গলবার দুপুরে কালো কাপড় বেঁধে শাহবাগ প্রদক্ষিণ করার কর্মসূচি রয়েছে তাদের। এমপিও শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে গত রোববার বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে, তা প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
এর আগে, রোববার শিক্ষকদের ভুখা মিছিল কর্মসূচিটি পুলিশি বাধার মুখে পড়লে শিক্ষক নেতাদের পক্ষ থেকে আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেয়া হয়। তাদের তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বলে অনড় অবস্থানে রয়েছেন শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন।
রিপোর্ট : কি/টুবন
আজ মঙ্গলবার দুপুরে কালো কাপড় বেঁধে শাহবাগ প্রদক্ষিণ করার কর্মসূচি রয়েছে তাদের। এমপিও শিক্ষকদের দাবির পরিপ্রেক্ষিতে গত রোববার বাড়িভাড়া ৫ শতাংশ বৃদ্ধির প্রজ্ঞাপন জারি করে সরকার। তবে, তা প্রত্যাখান করে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তারা।
এর আগে, রোববার শিক্ষকদের ভুখা মিছিল কর্মসূচিটি পুলিশি বাধার মুখে পড়লে শিক্ষক নেতাদের পক্ষ থেকে আমরণ অনশন ও সর্বাত্মক কর্মবিরতির ডাক দেয়া হয়। তাদের তিন দফা দাবি মেনে প্রজ্ঞাপন না আসা পর্যন্ত কর্মসূচি চলবে বলে অনড় অবস্থানে রয়েছেন শিক্ষক-কর্মচারীরা।
শিক্ষকদের দাবির মধ্যে রয়েছে, মূল বেতনের ২০ শতাংশ বাড়িভাড়া, ১ হাজার ৫০০ টাকা মেডিকেল ভাতা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ শতাংশ করা। এরই মধ্যে বিভিন্ন রাজনৈতিক সংগঠন শিক্ষকদের দাবির প্রতি সংহতি জানিয়েছেন।
রিপোর্ট : কি/টুবন
