ATN
শিরোনাম
  •  

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে বিপুল পরিমান বিস্ফোরকসহ ৪ জন আটক

         
 জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে বিপুল পরিমান বিস্ফোরকসহ ৪ জন আটক

জেনেভা ক্যাম্পে যৌথ অভিযানে বিপুল পরিমান বিস্ফোরকসহ ৪ জন আটক

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে উদ্ধার করা হয়েছে বিপুল পরিমান বিস্ফোরক, দেশীয় অস্ত্র ও ৩২টি তাজা ককটেল বোমা এবং বোমা তৈরির সরঞ্জাম ও মাদক। সেই সাথে আটক করা হয় চারজনকে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দুই-এক দিনের মধ্যে রাজধানীতে বড় ধরনের নাশকতার পরিকল্পনা করেছিল তারা।

সোমবার বিকেলে মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পে সেনা বাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একজনকে আটক করা হয়। তার দেয়া তথ্যে রাত সাড়ে ৯টার দিকে আবার অভিযানে নামে যৌথবাহিনী। এ সময় উদ্ধার করা হয় তাজা বোমা, দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ বিপুল পরিমান বিস্ফোরকসহ মাদক।

এরপর রাত সোয়া তিনটায় বসিলা সেনা ক্যাম্পে ককটেলগুলোর বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করে সেনাবাহিনীর ডিসপোজাল ইউনিট। পরে আটককৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করে তারা।

রিপোর্ট : জে/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ