ATN
শিরোনাম
  •  

ছাত্রদল নেতা জোবায়েদের দাফন সম্পন্ন

         
ছাত্রদল নেতা জোবায়েদের দাফন সম্পন্ন

ছাত্রদল নেতা জোবায়েদের দাফন সম্পন্ন

চোখের জলে আর ভালোবাসায় সিক্ত বিদায় জানানো হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রদল নেতা জোবায়েদ হোসেনকে। প্রিয় শিক্ষক, সহপাঠী, রাজনৈতিক সহকর্মী, বন্ধু, শুভাকাঙ্ক্ষী, আত্মীয়স্বজন ও স্থানীয় জনতার উপস্থিতিতে সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় তার দাফন সম্পন্ন হয়।

মাগরিবের নামাজের পর কুমিল্লার হোমনা উপজেলার কলাগাছিয়া এম এ উচ্চ বিদ্যালয় মাঠে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রথম জানাজা সম্পন্ন হয়। পরে রাত ৮টার দিকে নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

শেষ বিদায়ের সময় প্রিয় ছাত্রের স্মৃতিচারণ করে বক্তব্য দেন জবি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক আশরাফুল আলম, পরিবারের পক্ষ থেকে নিহতের চাচা ও হোমনা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন, উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাবেক সচিব ইঞ্জিনিয়ার এম এ মতিন খান, উপজেলা চেয়ারম্যান মো. জহিরুল হক জহর, অ্যাডভোকেট মো. আজিজুর রহমান মোল্লা, বিএনপির সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক মুকুল, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. সাইদুল হক, বিসিআইসি কলেজের অধ্যাপক মীর মাসুদুজ্জামান, হোমনা প্রেসক্লাব সভাপতি মোর্শেদুল ইসলাম শাজু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, জবি ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সিনিয়র আহ্বায়ক জাফর আহমেদ, কুমিল্লা জেলা ছাত্রকল্যাণ সংসদের সাধারণ সম্পাদক আলী হায়দার আকাশ ও উপজেলা ছাত্রদল সভাপতি মো. সাইজুদ্দিন প্রমুখ।

হাজারো মুসল্লি অংশগ্রহণ করেন জানাজা ও দাফনকাজে।

উল্লেখ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আরমানিটোলার নূর বক্স লেনের একটি বাসায় টিউশনি করতে গিয়ে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে খুন হন। পরদিন সোমবার তার মরদেহ ময়নাতদন্ত শেষে দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ