ATN
শিরোনাম
  •  

চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

         
চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার

শামীম মাকসুদ খান জয়

চট্টগ্রামে হাত-পায়ের রগ কাটা অবস্থায় এক বিশ্ববিদ্যালয় ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকালে নগরীর বন্দর থানার আনন্দবাজার এলাকার আউটার রিং রোড সংলগ্ন সানসেট পয়েন্ট বিচের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত ছাত্রের নাম শামীম মাকসুদ খান জয় (২৬)। তিনি ঢাকার আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে স্নাতক সম্পন্ন করেন। বর্তমানে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগে সান্ধ্যকালীন মাস্টার্স কোর্সে অধ্যয়নরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, শামীমের বাড়ি বরিশাল জেলায় হলেও তিনি পরিবারসহ চট্টগ্রাম নগরীর বন্দর আবাসিক এলাকার বড়পোল এলাকায় বসবাস করতেন।

বন্দর থানার এসআই মনিরুল করিম জানান, “দুই হাত ও দুই পায়ের রগ কাটা অবস্থায় তার মরদেহ পাওয়া গেছে। প্রাথমিকভাবে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থায় শামীম নিজেই বলেছেন, সে নিজেই হাত-পায়ের রগ কেটেছে।”

তিনি আরও বলেন, “মৃত্যুটি আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড-দুই দিক থেকেই তদন্ত করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে।”

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ