ATN
শিরোনাম
  •  

বিশ্বের বিখ্যাত জাদুঘরের মধ্যে অন্যতম ল্যুভরে দুর্ধর্ষ চুরি

         
বিশ্বের বিখ্যাত জাদুঘরের মধ্যে অন্যতম ল্যুভরে দুর্ধর্ষ চুরি

বিশ্বের বিখ্যাত জাদুঘরের মধ্যে অন্যতম ল্যুভরে দুর্ধর্ষ চুরি

ফ্রান্সের রাজধানী প্যারিসে বিশ্বের সবচেয়ে বিখ্যাত জাদুঘরের মধ্যে অন্যতম ল্যুভরে দুর্ধর্ষ চুরির ঘটনা হলিউডের সিনেমাকেও হার মানিয়েছে। শ্রমিকের বেশে ঢুকে ৪ মিনিটেই মূল্যবান রত্নালংকার নিয়ে পালিয়েছে একদল চোর।

একটি ভাঁজ করা মই ব্যবহার করে রোববার একদল চোর জানালা ভেঙে ল্যুভর জাদুঘরে প্রবেশ করে। শ্রমিকের পোশাকে তারা জাদুঘরের অ্যাপোলো গ্যালারিতে ঢুকে মাত্র চার মিনিটে উচ্চ নিরাপত্তা কাঁচ ভেঙে আটটি অমূল্য রত্নালংকার নিয়ে মোটরসাইকেলে পালিয়ে যায়।

পালানোর সময় ভয়ে বা তাড়াহুড়োয় তারা সম্রাজ্ঞী উজিনির একটি মূল্যবান মুকুট বাইরে ফেলে রেখে যায়। সেটিতে ১ হাজার ৩৫৪টি হীরা ও ৫৬টি পান্না রয়েছে। চুরির সময় সেটি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রতিটি অলংকারই কয়েকশ বছর পুরোনো এবং বিপুল সাংস্কৃতিক ও ঐতিহাসিক গুরুত্ব বহন করে।

দুর্ধর্ষ এই চুরির ঘটনা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ও সমৃদ্ধ এই জাদুঘরের নিরাপত্তাব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করেছে। এ ঘটনার পরপরই ল্যুভর জাদুঘর বিশেষ পরিস্থিতির কথা বলে দিনভর বন্ধ ঘোষণা করা হয়। পুরো এলাকা ঘিরে তদন্ত শুরু করেছে পুলিশ।

রিপোর্ট : সা. সি/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ