আইসিটির বাইরে জুলাই হত্যাকাণ্ডের বাকি মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন মামলা ছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে হত্যার বাকি বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
আজ সোমবার আইন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যেই এ বিষয়ে প্রসিকিউশন তদারকিতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে হত্যার অভিযোগে এ পর্যন্ত মোট ৮৩৭টি মামলা হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে।
এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ ইতোমধ্যে ১৯টি হত্যা মামলার চার্জশিট দিয়েছে। এই ১৯টি হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের ১০ ধারার বিধান অনুযায়ী বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্ট : অ/টুবন
আজ সোমবার আইন মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইতোমধ্যেই এ বিষয়ে প্রসিকিউশন তদারকিতে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানে হত্যার অভিযোগে এ পর্যন্ত মোট ৮৩৭টি মামলা হয়েছে। এর মধ্যে ৪৫টি মামলার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলছে।
এছাড়া দেশের বিভিন্ন ফৌজদারি আদালতে পুলিশ ইতোমধ্যে ১৯টি হত্যা মামলার চার্জশিট দিয়েছে। এই ১৯টি হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনাল আইনের ১০ ধারার বিধান অনুযায়ী বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রিপোর্ট : অ/টুবন
