বলিভিয়ায় প্রেসিডেন্ট নির্বাচিত হলেন মধ্যপন্থি রদ্রিগো পাজ
জর্জ টুতো কুইরোগাকে পরাজিত করে বলিভিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হয়েছেন মধ্যপন্থি রদ্রিগো পাজ। এর মাধ্যমে দেশটিতে প্রায় দুই দশকের বামপন্থি শাসনের অবসান হলো।
ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির সেনেটর রদ্রিগো পাজ রোববার দ্বিতীয় দফা নির্বাচনে ৫৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রেসিডেন্ট হলেও পার্লামেন্টে পাজের দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ভালোভাবে দেশ শাসনে তাকে অন্যদের সঙ্গে জোট গঠন করতে হবে।
আগামী ৮ নভেম্বর নতুন প্রেসিডেন্ট দেশটির দায়িত্বভার নেবেন। ফলাফল ঘোষণার পর পাজ বলেন, অবশ্যই বিশ্বের কাছে বলিভিয়াকে উন্মুক্ত করতে হবে।পাজের ভাইস-প্রেসিডেন্সি পদের রানিংমেট, এডম্যান্ড লারা ঐক্য ও পুনর্মিলনের আহ্বান জানান।
৫৮ বছর বয়সী সিনেটর রদ্রিগো পাজ জয়ের মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশটিতে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটালো। ২০০৬ সাল থেকে বলিভিয়া মূলত টানা বলিভিয়াস মুভমেন্ট ফর সোশালিজম বা মাসের শাসনে ছিল, যারা এককালে সংখ্যাগরিষ্ঠ আদিবাসীদের কাছ থেকে একচেটিয়া সমর্থন পেত।
রিপোর্ট : সি. সি. / সা. সি
ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক পার্টির সেনেটর রদ্রিগো পাজ রোববার দ্বিতীয় দফা নির্বাচনে ৫৪ দশমিক ৫ শতাংশ ভোট পেয়ে জয়ী হয়েছেন। প্রেসিডেন্ট হলেও পার্লামেন্টে পাজের দলের সংখ্যাগরিষ্ঠতা না থাকায় ভালোভাবে দেশ শাসনে তাকে অন্যদের সঙ্গে জোট গঠন করতে হবে।
আগামী ৮ নভেম্বর নতুন প্রেসিডেন্ট দেশটির দায়িত্বভার নেবেন। ফলাফল ঘোষণার পর পাজ বলেন, অবশ্যই বিশ্বের কাছে বলিভিয়াকে উন্মুক্ত করতে হবে।পাজের ভাইস-প্রেসিডেন্সি পদের রানিংমেট, এডম্যান্ড লারা ঐক্য ও পুনর্মিলনের আহ্বান জানান।
৫৮ বছর বয়সী সিনেটর রদ্রিগো পাজ জয়ের মাধ্যমে দক্ষিণ আমেরিকার দেশটিতে এক ঐতিহাসিক পরিবর্তন ঘটালো। ২০০৬ সাল থেকে বলিভিয়া মূলত টানা বলিভিয়াস মুভমেন্ট ফর সোশালিজম বা মাসের শাসনে ছিল, যারা এককালে সংখ্যাগরিষ্ঠ আদিবাসীদের কাছ থেকে একচেটিয়া সমর্থন পেত।
রিপোর্ট : সি. সি. / সা. সি
