ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের আগে-পরে ৮ দিন আইন-শৃঙ্খলা বাহিনীর মাঠে থাকার প্রস্তাব দেয়া হয়েছে। আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে সব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বৈঠক শেষে, একথা জানিয়েছেন ইসি সচিব।
আজ সোমবার সকাল সাড়ে ১০টার পরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, সমন্বয় ও প্রাক প্রস্তুতিমূলক সভা।
বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা চলে।
রিপোর্ট : এটিএন নিউজ / সা.সি
আজ সোমবার সকাল সাড়ে ১০টার পরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে এ বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দীন। অন্য চার নির্বাচন কমিশনার, ইসির সিনিয়র সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। বৈঠকটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোটকেন্দ্র ও নির্বাচনি এলাকার আইনশৃঙ্খলা রক্ষা, সমন্বয় ও প্রাক প্রস্তুতিমূলক সভা।
বৈঠকে পুলিশের মহাপরিদর্শক, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ, কোস্টগার্ড, আনসার ও ভিডিপি, এনটিএমসি ও র্যাবের মহাপরিচালকসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে নির্বাচনের সময় আইনশৃঙ্খলা রক্ষার চ্যালেঞ্জ নিয়ে আলোচনা চলে।
রিপোর্ট : এটিএন নিউজ / সা.সি
