ATN
শিরোনাম
  •  

রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে আবারো হুমকি ট্রাম্পের

         
রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে আবারো হুমকি ট্রাম্পের

রাশিয়ার তেল কেনা নিয়ে ভারতকে আবারো হুমকি ট্রাম্পের

রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ না করলে ভারতের পণ্যের ওপর ব্যাপক শুল্ক আরোপ করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আজ সোমবার এনডিটিভি জানায়, এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সাথে কথা বলার সময় ট্রাম্প একথা বলেন। ট্রাম্প আরো বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাকে ব্যক্তিগতভাবে আশ্বস্ত করেছেন, ভারত রাশিয়া থেকে তেল আমদানি বন্ধ করবে।

কিন্তু যদি ভারত এটি চালিয়ে যায়, তাহলে তাদের বিশাল শুল্ক দিতে হবে। যদিও ভারতের পক্ষ থেকে ট্রাম্পের এ বক্তব্য নিয়ে কোনো মন্তব্য করা হয়নি। গত সপ্তাহেও ট্রাম্প একই কথা জানিয়েছিলেন। অবশ্য ভারত গত সপ্তাহে ট্রাম্পের এ সংক্রান্ত একটি দাবি প্রত্যাখ্যান করেছে।

মূলত রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার অন্যতম বৃহত্তম অপরিশোধিত তেল ক্রেতা হয়ে উঠেছে ভারত।

রিপোর্ট : সি. সি. / সা. সি.

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ