আর্জেন্টিনাকে হারিয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতলো মরক্কো
ফেবারিট আর্জেন্টিনাকে ফাইনালে ২-০ গোলে হারিয়ে প্রথমবারের মতো ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ জিতে নিলো মরক্কো। আজ ম্যাচের প্রথমার্ধেই গোল দুটি করেছেন ইয়াসির জাবিরি।
মেসি-ভক্ত এই ফরোয়ার্ডই ১২ ও ২৯ মিনিটে জোড়া গোল করে ভেঙেছেন আর্জেন্টিনার স্বপ্ন। সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে অনুষ্ঠিত ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই ছিল ফেবারিট। ম্যাচের বেশিরভাগ সময় আর্জেন্টাইন যুবাদের পায়েই ছিল বল। কিন্তু সুশৃঙ্খল মরক্কান রক্ষণ তারা ভাঙতে পারেনি। জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও মাহের কারিজোর কয়েকটি সুযোগ নষ্ট হয়েছে অল্পের জন্য।
অন্যদিকে, মরক্কোর খেলোয়াড়েরা ট্যাকটিক্যাল ভারসাম্য বজায় রাখেন ম্যাচে। গোলকিপার ইব্রাহিম গোমিস কয়েকটি সেভ করেছেন। ওথমানে মাম্মার সঙ্গে বোঝাপড়ায় আর্জেন্টিনার ভুল কাজে লাগিয়েছেন জয়ের নায়ক জাবিরি। গত ২০২২ বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে মরক্কো। আশরাফ হাকিমি-হাকিম জিয়েশদের উত্তরসূরি সোনালি প্রজন্ম এবার যুব বিশ্বকাপ জিতে লিখলো নতুন ইতিহাস।
রিপোর্ট : প. কু/টুবন
মেসি-ভক্ত এই ফরোয়ার্ডই ১২ ও ২৯ মিনিটে জোড়া গোল করে ভেঙেছেন আর্জেন্টিনার স্বপ্ন। সান্তিয়াগোর এস্তাদিও নাসিওনাল হুলিও মার্তিনেজ প্রাদানোসে অনুষ্ঠিত ফাইনালে ছয়বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনাই ছিল ফেবারিট। ম্যাচের বেশিরভাগ সময় আর্জেন্টাইন যুবাদের পায়েই ছিল বল। কিন্তু সুশৃঙ্খল মরক্কান রক্ষণ তারা ভাঙতে পারেনি। জিয়ানলুকা প্রেস্তিয়ানি ও মাহের কারিজোর কয়েকটি সুযোগ নষ্ট হয়েছে অল্পের জন্য।
অন্যদিকে, মরক্কোর খেলোয়াড়েরা ট্যাকটিক্যাল ভারসাম্য বজায় রাখেন ম্যাচে। গোলকিপার ইব্রাহিম গোমিস কয়েকটি সেভ করেছেন। ওথমানে মাম্মার সঙ্গে বোঝাপড়ায় আর্জেন্টিনার ভুল কাজে লাগিয়েছেন জয়ের নায়ক জাবিরি। গত ২০২২ বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে ওঠে মরক্কো। আশরাফ হাকিমি-হাকিম জিয়েশদের উত্তরসূরি সোনালি প্রজন্ম এবার যুব বিশ্বকাপ জিতে লিখলো নতুন ইতিহাস।
রিপোর্ট : প. কু/টুবন
