ATN
শিরোনাম
  •  

সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ

         
সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ

সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ

সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিরাপত্তা হুমকির আশঙ্কা দেখা দেওয়ায় সারা দেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকার নির্দেশ দিয়েছে পুলিশ সদর দপ্তর।

শনিবার (১৮ অক্টোবর) রাতে পুলিশের পক্ষ থেকে এই মৌখিক নির্দেশনা দেওয়া হয়। এতে বলা হয়, দেশের কি পয়েন্ট ইনস্টলেশন (কেপিআই) - অর্থাৎ গুরুত্বপূর্ণ স্থাপনা ও স্থানে নজরদারি ও টহল জোরদার করতে হবে।

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এই সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ সূত্র।

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, কেপিআই এলাকাগুলোতে অতিরিক্ত টহল ও নিরাপত্তা ব্যবস্থা ইতোমধ্যে জোরদার করা হয়েছে। জেলা পর্যায়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ এলাকার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো নিবিড়ভাবে তদারকি করার নির্দেশও দেওয়া হয়েছে।

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের এক কর্মকর্তা জানান, “নির্দেশনা পাওয়ার পর বিভিন্ন এলাকায় পুলিশের টহল বাড়ানো হয়েছে, গুরুত্বপূর্ণ জায়গায় চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহভাজন ব্যক্তিদের চিহ্নিত করে আটক করা হচ্ছে।”

এ বিষয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, “দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে সারা বছরই বিশেষ নিরাপত্তা ব্যবস্থা জারি থাকে। কেপিআই এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশসহ অন্যান্য সংস্থা যৌথভাবে কাজ করছে।”

বর্তমানে বাংলাদেশে মোট ৫৮৭টি কেপিআই চিহ্নিত রয়েছে, যার মধ্যে রয়েছে বঙ্গভবন, গণভবন, প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, শাহজালাল বিমানবন্দর, সচিবালয়, বিটিভি, কেন্দ্রীয় কারাগার, বিদ্যুৎকেন্দ্র ইত্যাদি। এসব স্থাপনার নিরাপত্তা তদারকিতে সরকারের একটি কেন্দ্রীয় নীতিমালা কমিটি কাজ করছে।

সম্প্রতি সংঘটিত ধারাবাহিক অগ্নিকাণ্ডের ঘটনাগুলোর পেছনে পরিকল্পিত হামলার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছে না নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, কেপিআই লক্ষ্য করে হামলা হলে দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতায় গুরুতর প্রভাব পড়তে পারে।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ