ATN
শিরোনাম
  •  

আগুনে ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত ফ্লাইট চার্জ ৩ দিন মওকুফ: বিমান পরিবহন উপদেষ্টা

         
আগুনে ক্ষতিগ্রস্তদের অতিরিক্ত ফ্লাইট চার্জ ৩ দিন মওকুফ: বিমান পরিবহন উপদেষ্টা

বিমান পরিবহন উপদেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের জন্য আগামী তিন দিন সব নন-শিডিউল ফ্লাইটের অতিরিক্ত চার্জ মওকুফ করেছে সরকার। রোববার (১৯ অক্টোবর) বিমানবন্দরের ৮ নম্বর কার্গো গেটের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, “গতকাল দুপুর ২টা ১৫ মিনিটে আগুন লাগার পর ৩৭টি ফায়ার ইউনিট যৌথভাবে রাত সাড়ে ৮টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির ওজন ও অর্থমূল্য নির্ধারণের চেষ্টা চলছে।”

আগুনে প্রায় ২১টি ফ্লাইট বাতিল ও ডাইভার্ট করতে হয়েছে বলে জানান উপদেষ্টা। যাত্রীদের ভোগান্তি লাঘবে সরকার দ্রুত পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, “আগামী তিন দিন যত নন-শিডিউল ফ্লাইট আসবে, সেগুলোর সব অতিরিক্ত চার্জ মওকুফ করা হয়েছে। যাত্রীদের খাওয়া-দাওয়া ও অন্যান্য সেবার দায়িত্বও আমরা নিয়েছি।”

তিনি আরও জানান, আন্তঃমন্ত্রণালয় সভার মাধ্যমে করণীয় নির্ধারণ করা হচ্ছে। “আমরা প্রতিশ্রুতি দিয়েছিলাম রাত ৯টার মধ্যে বিমানবন্দর পুনরায় সচল করব - এবং আমরা তা পেরেছি,” বলেন শেখ বশিরউদ্দীন।

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “আমাদের সাধ্যমতো চেষ্টা করছি, কিন্তু কিছু ব্যত্যয় রয়ে গেছে। যাত্রীরা যে কষ্ট পেয়েছেন, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ও ক্ষমাপ্রার্থী।”

এর আগে বিজিএমইএ জানায়, অগ্নিকাণ্ডে রপ্তানিযোগ্য পোশাক, কাঁচামাল এবং গুরুত্বপূর্ণ স্যাম্পল পুড়ে গেছে। এতে তৈরি পোশাক শিল্পে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে সংগঠনটি।

রিপোর্ট : এটিএন নিউজ/জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাণিজ্য সংবাদ


অন্যান্য সংবাদ