ATN
শিরোনাম
  •  

বাংলা একাডেমিতে ৮ম বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপিত

         
বাংলা একাডেমিতে ৮ম বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপিত

বাংলা একাডেমিতে ৮ম বাংলাদেশ মার্কেটিং ডে উদযাপিত

‘মার্কেটিং ওয়েলবিং’ প্রতিপাদ্যকে সামনে রেখে মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের (এমআইবি) আয়োজনে ৮ম বাংলাদেশ মার্কেটিং ডে- ২০২৫ সফলভাবে উদযাপিত হয়েছে।

শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ঢাকার বাংলা একাডেমিতে মার্কেটিং, সেলস পেশাজীবী ,কর্পোরেট নির্বাহী, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সরকারি কর্মকর্তা এবং শিল্পখাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের অংশগ্রহণে এই দিবসটি উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আকিজ ইনসাফ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শেখ জামিল উদ্দিন এবং বিশেষ অতিথি ছিলেন আকিজ রিসোর্সেসের ব্যবস্থাপনা পরিচালক শেখ জসিম উদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক ড. আশরাফুল ইসলাম চৌধুরী।

বাংলাদেশ মার্কেটিং ডে হলো মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশের অন্যতম প্রধান ফ্লাগশিপ ইভেন্ট, যা প্রতি বছর মার্কেটিং পেশাজীবীদের অসামান্য অবদানের স্বীকৃতি জানাতে এবং ব্যবসায়িক প্রবৃদ্ধি ও সামাজিক কল্যাণে মার্কেটিংয়ের ভূমিকা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা আয়োজন করে। এ বছর পাঁচটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে সমসাময়িক মার্কেটিং বিষয় এবং ভবিষ্যৎ অগ্রযাত্রা নিয়ে গভীর ধারণা প্রদান করা হয়।

মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (MIB) শিক্ষা, নেটওয়ার্কিং এবং পেশাগত উন্নয়নমূলক নানা উদ্যোগের মাধ্যমে দেশের মার্কেটিং পেশাকে এগিয়ে নিতে প্রতিশ্রুতিবদ্ধ।

সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে দিনটি সুন্দরভাবে সমাপ্ত হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাণিজ্য সংবাদ


অন্যান্য সংবাদ