এমএলএসে লিওনেল মেসির হ্যাটট্রিকে ন্যাশভিলকে ৫-২ গোলে হারিয়েছে ইন্টার মায়ামি। ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট টেবিলে তৃতীয় হয়ে তাঁরা প্লে-অফে উঠেছে।
জিওডিস পার্কে ম্যাচের ৩৪ মিনিটেই মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় মায়ামি। তবে প্রথমার্ধে লিড ধরে রাখতে পারেনি তাঁরা। ৪৩ ও প্রথমার্ধের যোগ করা সময়ের দুই গোলে ম্যাচে ফেরে ন্যাশভিল।
বিরতির পর ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান মেসি। আর্জেন্টাইন মহাতারকা ৮১ মিনিটে তৃতীয় গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
১ বছর পর মায়ামির জার্সিতে দ্বিতীয় আর পেশাদার ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। হ্যাটট্রিকের পর দলের পঞ্চম গোলেও ভূমিকা ছিল তাঁর।
সবমিলিয়ে এবারের এমএলএসে সর্বোচ্চ ২৯ গোল করে মেসি গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে আছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
জিওডিস পার্কে ম্যাচের ৩৪ মিনিটেই মেসির দুর্দান্ত গোলে এগিয়ে যায় মায়ামি। তবে প্রথমার্ধে লিড ধরে রাখতে পারেনি তাঁরা। ৪৩ ও প্রথমার্ধের যোগ করা সময়ের দুই গোলে ম্যাচে ফেরে ন্যাশভিল।
বিরতির পর ৬৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে মায়ামিকে সমতায় ফেরান মেসি। আর্জেন্টাইন মহাতারকা ৮১ মিনিটে তৃতীয় গোলে নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন।
১ বছর পর মায়ামির জার্সিতে দ্বিতীয় আর পেশাদার ক্যারিয়ারের ৬০তম হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। হ্যাটট্রিকের পর দলের পঞ্চম গোলেও ভূমিকা ছিল তাঁর।
সবমিলিয়ে এবারের এমএলএসে সর্বোচ্চ ২৯ গোল করে মেসি গোল্ডেন বুট জয়ের দ্বারপ্রান্তে আছেন।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
