ATN
শিরোনাম
  •  

প্রায় দুই দশক পর যে রেকর্ড ভাঙলেন রিশাদ হোসেন

         
প্রায় দুই দশক পর যে রেকর্ড ভাঙলেন রিশাদ হোসেন

প্রায় দুই দশক পর যে রেকর্ড ভাঙলেন রিশাদ হোসেন

ওয়ানডে ক্রিকেটে জয় পাওয়া ভুলেই গিয়েছিল বাংলাদেশ। অবশেষে মিরপুরে ১৮ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে জয়ের ধারায় ফিরলেন মেহেদী মিরাজের দল। যে জয়ে বড় অবদান তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেনের। সেই সঙ্গে, বড় এক কীর্তিও গড়লেন নীলফামারীর এই ক্রিকেটার।

বাংলাদেশের স্পিন বোলিংয়ের ইতিহাসে নতুন অধ্যায় লিখলেন তরুণ লেগ স্পিনার রিশাদ হোসেন। মিরপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে রিশাদ তুলে নিয়েছেন ৬ উইকেট। দুর্দান্ত ঘূর্ণি জাদুতে গড়েছেন অনন্য এক রেকর্ড। ওয়ানডেতে বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ফাইফার নেওয়ার কীর্তি গড়লেন তিনি।

এর আগে এই কৃতিত্ব দেশের আর কোনো ডানহাতি স্পিনার করতে পারেন নি। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ব্যাটার ও পার্ট টাইম স্পিনার রাজিন সালেহ ১৬ রানে নিয়েছিলেন ৪ উইকেট। যা এতদিন ছিল সর্বোচ্চ। প্রায় দুই দশক পর শনিবার মিরপুরে সেই রেকর্ড ভেঙে দিলেন রিশাদ।

রিশাদের বোলিং ফিগারই বলে দিচ্ছে কত নিয়ন্ত্রিত বল করেছেন তিনি। ৯ ওভারে ৩৫ রান দিয়ে নিয়েছেন ৬ উইকেট। তার প্রতিটি উইকেটই ছিল গুরুত্বপূর্ণ মুহূর্তে। বলতে গেলে ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে রিশাদই তুলে দিয়েছেন। ইনিংসের গতি ভেঙে বারবার ফিরেছেন আক্রমণে। আউট করেছেন ওয়েস্ট ইন্ডিজের শীর্ষ পাঁচ ব্যাটারকে। অথচ সাদা বলের ক্রিকেটে রিশাদ প্রায় বছর দুয়েক ধরে থিতু হয়েছেন। এর আগে খেলেছেন ১১টি ওয়ানডে। কিন্তু কখনো ৩ উইকেটই পাননি।

বাংলাদেশের ঘূর্ণি ঐতিহ্য মানেই যেন এত দিন ছিল বাঁহাতি বোলারদের দাপট। সাকিব আল হাসান, তাইজুল ইসলাম কিংবা নাসুম আহমেদ। এরাই ঘুরে ফিরে অনেকবার দলকে জিতিয়েছেন। এবার সেই ধারায় নতুন মাত্রা যোগ করলেন রিশাদ, দেশের প্রথম সফল ডানহাতি লেগ স্পিনার হিসেবে।

৭৪ রানের জয় পাওয়ার আগে মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। উদ্বোধনী জুটিতে ৫১ রান তুলে লক্ষ্যটা আরো সহজ করেন দুই ওপেনার অ্যালিক অ্যাথানাজে ও ব্র্যান্ডন কিং। ওই অবস্থায় জিততে হলে অবিশ্বাস্য কিছু করা প্রয়োজন ছিল বাংলাদেশের। মিরপুরের কালো উইকেটের সহায়তায় অবিশ্বাস্য কিছুই করলেন রিশাদ হোসেন। লেগস্পিনের মায়াজালে প্রথম ৫ উইকেট পেলেন। ১ উইকেটে ৭৯ রান করা ওয়েস্ট ইন্ডিজ একট সময় ৯২ রানে হারিয়ে ফেলে ৫ উইকেটে। রিশাদের সঙ্গে পরে উইকেট উদযাপনে মেতেছেন মুস্তাফিজ-মিরাজরাও। এরপর ১৩৩ রান তুলতেই ক্যারিবিয়ানদের ইনিংস গুটিয়ে যায়। ওয়েস্ট ইন্ডিজের শেষ উইকেটও পেয়েছেন রিশাদই।

মিরপুরের মাঠে যে ঝড় তুলেছিলেন রিশাদ, সেটি শুধু ক্যারিবিয়ানদের উইকেট উড়িয়ে দেয়নি—উড়িয়ে দিয়েছে বাংলাদেশের দীর্ঘ অপেক্ষাকেও। বাঁ হাতিদের রাজত্বে এবার ডানহাতি এক জাদুকরের আগমন- নাম তার রিশাদ হোসেন।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ