তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ২০৮ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস হেরে ব্যাটিংয়ে নেমে ৪৯.৪ ওভারে ২০৭ রানে অলআউট হয় টাইগাররা।
তাওহীদ হৃদয় ৯০ বলে দলীয় সর্বোচ্চ ৫১ রান করেছেন। এই ম্যাচ দিয়ে অভিষিক্ত অঙ্কন মাত্র ৪ রানের জন্য অর্ধশতক মিস করেছেন।
আজ শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় দুপুর ১:৩০ মিনিটে। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাহী হোপ।
মিরপুরের মন্থর ও অনুমেয় উইকেটে দলীয় ৮ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। দলে ফেরা সৌম্য সরকার ৪ ও সাইফ হাসান ফেরেন ৩ রানে। দুই ওপেনারকে হারিয়ে দলকে শুরুর বিপর্যয় থেকে টেনে তোলেন নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়।
তৃতীয় উইকেটে দুজনে মিলে যোগ করেন ৭১ রান। শান্ত ৩২ আর ফিফটি করেই ৫১ রানে আউট হন হৃদয়। একপ্রান্ত আগলে মাটি কামড়ে ক্রিজে পড়ে ছিলেন অভিষিক্ত মাহিদুল অঙ্কন। ফিফটি মিসের আক্ষেপ নিয়ে ৪৬ করে আউট হন তিনি।
শেষদিকে রিশাদের ১৩ বলে ২৬ এবং তানভীরের ৪ বলে ৯ রানের সুবাদে ২০০ রানের গন্ডি পেরোয় টাইগাররা। ২ বল বাকি থাকতে অলআউট হয় ২০৭ রানে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
তাওহীদ হৃদয় ৯০ বলে দলীয় সর্বোচ্চ ৫১ রান করেছেন। এই ম্যাচ দিয়ে অভিষিক্ত অঙ্কন মাত্র ৪ রানের জন্য অর্ধশতক মিস করেছেন।
আজ শনিবার (১৮ অক্টোবর) বাংলাদেশ সময় খেলাটি শুরু হয় দুপুর ১:৩০ মিনিটে। এদিন টস জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেয় ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক শাহী হোপ।
মিরপুরের মন্থর ও অনুমেয় উইকেটে দলীয় ৮ রানেই দুই ওপেনারকে হারায় বাংলাদেশ। দলে ফেরা সৌম্য সরকার ৪ ও সাইফ হাসান ফেরেন ৩ রানে। দুই ওপেনারকে হারিয়ে দলকে শুরুর বিপর্যয় থেকে টেনে তোলেন নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়।
তৃতীয় উইকেটে দুজনে মিলে যোগ করেন ৭১ রান। শান্ত ৩২ আর ফিফটি করেই ৫১ রানে আউট হন হৃদয়। একপ্রান্ত আগলে মাটি কামড়ে ক্রিজে পড়ে ছিলেন অভিষিক্ত মাহিদুল অঙ্কন। ফিফটি মিসের আক্ষেপ নিয়ে ৪৬ করে আউট হন তিনি।
শেষদিকে রিশাদের ১৩ বলে ২৬ এবং তানভীরের ৪ বলে ৯ রানের সুবাদে ২০০ রানের গন্ডি পেরোয় টাইগাররা। ২ বল বাকি থাকতে অলআউট হয় ২০৭ রানে।
রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
