ATN
শিরোনাম
  •  

দূরত্ব ভুলে সব দলকে ভোটে অংশ নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

         
দূরত্ব ভুলে সব দলকে ভোটে অংশ নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

দূরত্ব ভুলে সব দলকে ভোটে অংশ নেয়ার আহ্বান মির্জা ফখরুলের

নিজেদের মধ্যকার মতভেদ দূরে সরিয়ে জাতীয় নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি। শুক্রবার জুলাই সনদে এনসিপি ও ৪টি বামদল স্বাক্ষর না করলেও পরবর্তী সময়ে এই মতভেদ থাকবেনা বলে আশাবাদী দলটির নেতারা। গণতন্ত্র পুনরুদ্ধারে রাজনৈতিক দলগুলোকে আরো দায়িত্বশীল আচরণ করার আহ্বান তারা।

জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর স্বাক্ষর দেশের রাজনৈতিক ইতিহাসে অনন্য ঘটনা। যদিও এই অনুষ্ঠানকে ঘিরে অনাকাঙ্খিত ঘটনা রাজনৈতিক দায়িত্বশীলতাকে প্রশ্নবিদ্ধ করে তুলেছে বলে মনে করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ শনিবার দুপুরে রাজধানীর পানি ভবনে জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সভা ও সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম গণতন্ত্রকে কার্যকর করতে সবকিছু সংসদমুখী করারও আহ্বান জানান।

নিজেদের মধ্যে মতপার্থক্য থাকলেও তা ভুলে সব রাজনৈতিক দলকে ভোটে অংশ নিয়ে নির্বাচনকে অর্থবহ করার আহ্বান জানান তিনি।

এদিকে, এদিন সকালে জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দীন আহমেদ বলেন, গণতন্ত্রে সবাই একমত হবে-বিষয়টা এমন নয়। ভিন্নমতের সুযোগ আছে।

তবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে জুলাই যোদ্ধাদের ব্যানারে অনাকাঙ্খিত ঘটনা আওয়ামী ফ্যাসিস্ট বাহিনী তৈরি করেছে বলে অভিযোগ তার।

আরেকটি অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেন, দেশের যারা চরম মূহুর্তে নেতৃত্ব দিয়েছেন, দেশকে স্বৈরাচার মুক্ত করতে যারা সামনের সারিতে ছিলেন, তারা জুলাই সনদে স্বাক্ষর করেননি। এ মতদ্বৈততা নেতিবাচকভাবে নেয়ার সুযোগ নেই।

রিপোর্ট : না. আ/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ