পিরোজপুরে ব্রিজ ভেঙে পড়ায় জীবনের ঝুঁকি হাজার হাজার মানুষের
পিরোজপুরের নাজিরপুর-স্বরূপকাঠী সড়কের উপর নির্মিত উত্তর দীর্ঘার আয়রন ব্রিজটির একপাশ ভেঙে পড়ায় জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে এই দুই উপজেলার হাজার হাজার মানুষকে।
প্রায় ৩০ বছর আগে নির্মিত সেতুটি গত ৭-৮ বছর ধরে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। স্থানীয়রা কয়েকবার নিজেদের উদ্যোগে মেরামত করে তা সচল রেখেছিলেন। দেড় মাস আগে আয়রন ব্রিজটির একপাশ ভেঙে যায়।
ফলে, নাজিরপুর উপজেলার দেউলবাড়ী-দোবরা, কলারদোয়ানিয়া ও দীর্ঘা ইউনিয়নের হাজার মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি দিয়ে পাশের উপজেলা নেছরাবাদ ও বরিশালের সাথে যাতায়াত করছেন।
ভাঙা এ ব্রিজটি থেকে দিয়ে নারী, শিশু ও বৃদ্ধদের পারাপার হওয়া খুবই কষ্টকর। ব্রিজটি দ্রুত মেরামতের দাবি করেন এলাকাবাসী।
রিপোর্ট : সি. / সা. সি
প্রায় ৩০ বছর আগে নির্মিত সেতুটি গত ৭-৮ বছর ধরে খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিল। স্থানীয়রা কয়েকবার নিজেদের উদ্যোগে মেরামত করে তা সচল রেখেছিলেন। দেড় মাস আগে আয়রন ব্রিজটির একপাশ ভেঙে যায়।
ফলে, নাজিরপুর উপজেলার দেউলবাড়ী-দোবরা, কলারদোয়ানিয়া ও দীর্ঘা ইউনিয়নের হাজার মানুষ প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে ব্রিজটি দিয়ে পাশের উপজেলা নেছরাবাদ ও বরিশালের সাথে যাতায়াত করছেন।
ভাঙা এ ব্রিজটি থেকে দিয়ে নারী, শিশু ও বৃদ্ধদের পারাপার হওয়া খুবই কষ্টকর। ব্রিজটি দ্রুত মেরামতের দাবি করেন এলাকাবাসী।
রিপোর্ট : সি. / সা. সি
