ATN
শিরোনাম
  •  

চীনের ওপর আরোপিত ১০০ শতাংশ শুল্ক দীর্ঘমেয়াদে টেকসই নয়: ট্রাম্প

         
চীনের ওপর আরোপিত ১০০ শতাংশ শুল্ক দীর্ঘমেয়াদে টেকসই নয়: ট্রাম্প

চীনের ওপর আরোপিত ১০০ শতাংশ শুল্ক দীর্ঘমেয়াদে টেকসই নয়: ট্রাম্প

চীনের ওপর আরোপিত ১০০ শতাংশ শুল্ক দীর্ঘমেয়াদে টেকসই নয় বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দুই সপ্তাহ পর দক্ষিণ কোরিয়ায় চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠকে বসবেন বলেও জানিয়েছেন ট্রাম্প।

ফক্স বিজনেস নেটওয়ার্ককে শুক্রবার দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, বেইজিং তাকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে ।

এর আগে গত সপ্তাহে চীনা পণ্যের ওপর ১০০ শতাংশ আমদানি শুল্ক ঘোষণা করে ট্রাম্প প্রশাসন। ১ নভেম্বর থেকে সব ধরনের গুরুত্বপূর্ণ সফটওয়্যার রপ্তানিতে নতুন নিয়ন্ত্রণ আরোপ করে। এই সিদ্ধান্ত নেয়া হয় চীনের পক্ষ থেকে বিরল ধাতুর রপ্তানি নিয়ন্ত্রণ কঠোর করার পর।

শুল্ক বাড়ানো নিয়ে কঠোর অবস্থান জানালেও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রতি ব্যক্তিগতভাবে প্রশংসা ব্যক্ত করেন ট্রাম্প। তিনি বলেন, চীনের সঙ্গে সব ঠিক হবে। তবে চুক্তি হতে হবে ন্যায্য।

রিপোর্ট : সি. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিশ্ব সংবাদ


অন্যান্য সংবাদ