ATN
শিরোনাম
  •  

জুলাই সনদ বাস্তবায়নই চ্যালেঞ্জ

         
জুলাই সনদ বাস্তবায়নই চ্যালেঞ্জ

জুলাই সনদ বাস্তবায়নই চ্যালেঞ্জ

জুলাই সনদ বাস্তবায়ন হোক বা না হোক, ফ্যাসিস্টদের বিচার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না জানালেন অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজামান।

সকালে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত ছায়া সংসদ বিতর্কে তিনি বলেন, জুলাই সনদ হলো রাজনৈতিক বন্দোবস্ত। এদিকে, ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, জুলাই সনদ ব্যর্থ হলে ফ্যাসিবাদ শক্তি মাথা চাড়া দিয়ে উঠার শঙ্কা থাকবে।

গণতন্ত্র সুরক্ষায় জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে ছায়া সংসদ রাজধানীর এফডিসিতে। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে অনুষ্ঠিত ছায়া সংসদে বিতার্কিকদের পক্ষে বিপক্ষের লড়াইটা ছিল– জুলাই সনদ বাস্তাবায়ন হলে গণতন্ত্র সংরক্ষিত হবে কিনা –তা নিয়েই।

রাজনৈতিক দলগুলোর সাথে আট মাসের সংলাপের পর রাষ্ট্র সংস্কারে চূড়ান্ত হয়েছে জুলাই সনদ। তারপরও সনদ স্বাক্ষরকে ঘিরে রাজনৈতিক মহলে থেকে গেছে উত্তেজনা।

ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ বলেন, স্বৈরাচারী কাঠামোর বিলোপে জুলাই সনদের প্রয়োজন।

অ্যাটর্নি জেনারেল মোঃ আসাদুজামান বলেন, জুলাই সনদ জাতির এক ঐতিহাসিক দলিল। তবে, তা বাস্তবায়নে মত বিরোধ ই বড় চ্যালেঞ্জ।

রিপোর্ট : কি. / সা. সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ