এখনই হামাস অস্ত্র ত্যাগ করতে রাজি নয় বলে জানিয়েছেন গোষ্ঠীটির রাজনৈতিক ব্যুরোর সদস্য মোহাম্মদ নাজ্জাল।
দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ নাজ্জাল বলেন, এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য গাজা পুনর্গঠন করা। তারা গাজায় একটি অন্তর্বর্তীকালীন সময়ে নিরাপত্তা নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় এবং নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না।
তিনি আরো বলেন, গাজা পুনর্গঠনের জন্য তাদের দল পাঁচ বছর পর্যন্ত যুদ্ধবিরতিতে প্রস্তুত। তবে এরপর কী হবে, সে বিষয়ে নিশ্চয়তা নির্ভর করছে ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আশা ও ভবিষ্যতের ওপর।
নাজ্জালের বক্তব্য সম্পর্কে মন্তব্য জানতে চাওয়া হলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। প্রথম পর্যায়ে সমস্ত জিম্মিকে হামাসের মুক্তি দেয়ার কথা থাকলেও তারা করেনি। এই চুক্তির অধীনে হামাসকে নিরস্ত্র হতে হবে। এতে যদি বা কিন্তুর কোনো সুযোগ নেই বলেও জানায় নেতানিয়াহুর কার্যালয়।
রিপোর্ট : সি. / সা.সি
দোহায় বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে মোহাম্মদ নাজ্জাল বলেন, এই মুহূর্তে তাদের মূল লক্ষ্য গাজা পুনর্গঠন করা। তারা গাজায় একটি অন্তর্বর্তীকালীন সময়ে নিরাপত্তা নিয়ন্ত্রণ ধরে রাখতে চায় এবং নিরস্ত্রীকরণের বিষয়ে কোনো প্রতিশ্রুতি দিতে পারছে না।
তিনি আরো বলেন, গাজা পুনর্গঠনের জন্য তাদের দল পাঁচ বছর পর্যন্ত যুদ্ধবিরতিতে প্রস্তুত। তবে এরপর কী হবে, সে বিষয়ে নিশ্চয়তা নির্ভর করছে ফিলিস্তিনিদের রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আশা ও ভবিষ্যতের ওপর।
নাজ্জালের বক্তব্য সম্পর্কে মন্তব্য জানতে চাওয়া হলে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। প্রথম পর্যায়ে সমস্ত জিম্মিকে হামাসের মুক্তি দেয়ার কথা থাকলেও তারা করেনি। এই চুক্তির অধীনে হামাসকে নিরস্ত্র হতে হবে। এতে যদি বা কিন্তুর কোনো সুযোগ নেই বলেও জানায় নেতানিয়াহুর কার্যালয়।
রিপোর্ট : সি. / সা.সি
