গাজা থেকে আরও এক জিম্মির মরদেহ ইসরায়েলের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে হামাস।
শুক্রবার এক বিবৃতিতে হামাস জানায়, তাদের যোদ্ধারা স্থানীয় সময় রাত ১১ টায় মরদেহটি হস্তান্তর করেছে। তবে সেটি কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এর কিছুক্ষণ পরই ইসরায়েল একজন বন্দীর কফিন পেয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নাগরিকদের সংবেদনশীলতার সাথে কাজ করতে এবং আনুষ্ঠানিক শনাক্তকরণের জন্য অপেক্ষা করার অনুরোধ করেছে ইসরায়েলের সেনাবাহিনী। আইডিএফ জোর দিয়ে বলে, হামাসকে চুক্তিটি মেনে চলতে হবে এবং সমস্ত মৃত জিম্মিকে ফিরিয়ে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এদিকে হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
রিপোর্ট : সা. সি/টুবন
শুক্রবার এক বিবৃতিতে হামাস জানায়, তাদের যোদ্ধারা স্থানীয় সময় রাত ১১ টায় মরদেহটি হস্তান্তর করেছে। তবে সেটি কোন জায়গা থেকে উদ্ধার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
এর কিছুক্ষণ পরই ইসরায়েল একজন বন্দীর কফিন পেয়েছে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।
নাগরিকদের সংবেদনশীলতার সাথে কাজ করতে এবং আনুষ্ঠানিক শনাক্তকরণের জন্য অপেক্ষা করার অনুরোধ করেছে ইসরায়েলের সেনাবাহিনী। আইডিএফ জোর দিয়ে বলে, হামাসকে চুক্তিটি মেনে চলতে হবে এবং সমস্ত মৃত জিম্মিকে ফিরিয়ে দেয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
এদিকে হামাস জানায়, তারা যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ।
রিপোর্ট : সা. সি/টুবন
