ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে প্রস্তুত নয় যুক্তরাষ্ট্র
ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র দিতে প্রস্তুত নন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে উভয় পক্ষকে যুদ্ধ শেষ করার আহ্বান জানিয়েছেন তিনি।
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো হোয়াইট হাউসে শুক্রবার ঘণ্টাব্যাপী বৈঠক করেন ট্রাম্প ও জেলেনস্কি। বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে স্পষ্ট ও সরাসরি বক্তব্যে জানান, এ মুহূর্তে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়া হবে না। যেগুলো রাশিয়ায় আঘাত হানতে পারে।
বৈঠক শেষ হওয়ার পর ট্রাম্প কিয়েভ ও মস্কোকে তাদের অবস্থানে থামতে এবং যুদ্ধ শেষ করার আহ্বান জানান। বৈঠক শেষে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলাপ করেছেন। তবে এ বিষয়ে জনসমক্ষে তারা কোনো কথা না বলার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, যুক্তরাষ্ট্র চায় না মস্কোর সঙ্গে উত্তেজনা তৈরি হোক।
এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ হয় ট্রাম্পের। ওই ফোনালাপে দুই নেতা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।
রিপোর্ট : সি / সা. সি
রাশিয়া-ইউক্রেনের যুদ্ধ বন্ধে তৃতীয়বারের মতো হোয়াইট হাউসে শুক্রবার ঘণ্টাব্যাপী বৈঠক করেন ট্রাম্প ও জেলেনস্কি। বৈঠকে ট্রাম্প জেলেনস্কিকে স্পষ্ট ও সরাসরি বক্তব্যে জানান, এ মুহূর্তে ইউক্রেনকে দূরপাল্লার মিসাইল দেওয়া হবে না। যেগুলো রাশিয়ায় আঘাত হানতে পারে।
বৈঠক শেষ হওয়ার পর ট্রাম্প কিয়েভ ও মস্কোকে তাদের অবস্থানে থামতে এবং যুদ্ধ শেষ করার আহ্বান জানান। বৈঠক শেষে হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, তিনি এবং প্রেসিডেন্ট ট্রাম্প দূরপাল্লার ক্ষেপণাস্ত্র নিয়ে আলাপ করেছেন। তবে এ বিষয়ে জনসমক্ষে তারা কোনো কথা না বলার সিদ্ধান্ত নিয়েছেন। কারণ, যুক্তরাষ্ট্র চায় না মস্কোর সঙ্গে উত্তেজনা তৈরি হোক।
এদিকে জেলেনস্কির সঙ্গে বৈঠকের আগের দিন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দীর্ঘ ফোনালাপ হয় ট্রাম্পের। ওই ফোনালাপে দুই নেতা হাঙ্গেরির রাজধানী বুদাপেস্টে বৈঠকে বসতে সম্মত হয়েছেন।
রিপোর্ট : সি / সা. সি
