ATN
শিরোনাম
  •  

ইংল্যান্ডের বিপক্ষে ১২ বছরের খরা কাটাতে চায় নিউজিল্যান্ড

         
ইংল্যান্ডের বিপক্ষে ১২ বছরের খরা কাটাতে চায় নিউজিল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে ১২ বছরের খরা কাটাতে চায় নিউজিল্যান্ড

ইংল্যান্ডের বিপক্ষে দীর্ঘ ১২ বছর যাবৎ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ জিততে না পারার খরা কাটানোর লক্ষ্য নিয়ে কাল মাঠে নামছে নিউজিল্যান্ড। অন্যদিকে, নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জয়ের ধারাবাহিকতা অব্যাহত রাখতে মরিয়া ইংল্যান্ড।

বাংলাদেশ সময় আগামীকাল দুপুর সোয়া ১২টায় ক্রাইস্টচার্চে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টি শুরু হবে।

ইংল্যান্ডের বিপক্ষে ২০১৩ সালে সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল নিউজিল্যান্ড। ইংল্যান্ড সফরে দুই ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে জিতেছিল কিউইরা। এরপর ইংল্যান্ডের বিপক্ষে তিনবার সিরিজ খেলেছে নিউজিল্যান্ড। দু’বার হেরেছে এবং একবার করেছে ড্র।

২০১৫ সালে ইংল্যান্ড সফরে এক ম্যাচের সিরিজ ১-০ ব্যবধানে এবং ২০১৯ সালে ঘরের মাঠে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে হারে নিউজিল্যান্ড। আর সর্বশেষ ২০২৩ সালে ইংল্যান্ডের মাটিতে চার ম্যাচের সিরিজ ২-২ সমতায় শেষ করে দুই দল।

এবার ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে মরিয়া নিউজিল্যান্ড। দলের অধিনায়ক মিচেল স্যান্টনার বলেন, ‘ইংল্যান্ড ভালো দল। আমরা নিজেদের সেরাটা দেওয়ার জন্য মাঠে নামব। আমাদের মূল লক্ষ্য সিরিজ জয়।’

ইংল্যান্ডের বিপক্ষে খর্ব শক্তির দল নিয়ে মাঠে নামতে হবে নিউজিল্যান্ডকে। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলতে পারছেন না বেন সিয়ার্স, ফিন অ্যালেন, এডাম মিলনে, উইল ও’রুর্ক, গ্লেন ফিলিপস ও লুকি ফার্গুসন।

এদিকে, নিউজিল্যান্ড সফরের জন্য ইংল্যান্ড টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন জ্যাক ক্রলি, ফিল সল্ট ও জর্ডান কক্স। বিশ্রাম দেওয়া হয়েছে বেন ডাকেট, জেমি স্মিথ ও জোফরা আর্চারকে।

দলের অধিনায়ক হ্যারি ব্রুক বলেন, ‘আমরা জয় দিয়ে সিরিজ শুরু করতে চাই। আমাদের এই দলটি বেশ ভারসাম্যপূর্ণ। সিরিজে ভাল করার ব্যাপারে আমরা আত্মবিশ্বাসী।’

এখন পর্যন্ত ২৭ বার টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড-ইংল্যান্ড। এর মধ্যে কিউইদের জয় ১০টিতে এবং ইংল্যান্ডের জয় ১৬ ম্যাচে। ১টি ম্যাচ পরিত্যক্ত হয়।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ