ATN
শিরোনাম
  •  

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

         
কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

কক্সবাজারে ট্রেনে কাটা পড়ে ১ জনের মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলায় ট্রেনে কাটা পড়ে মোহাম্মদ মনসুর (২৪) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজারকুল ইউনিয়নের মনসুর আলী সিকদার আইডিয়াল উচ্চবিদ্যালয়ের সামনে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত মোহাম্মদ মনসুর রামু উপজেলার রাজারকুল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের নয়াপাড়ার ফয়েজ আহমদের ছেলে।

রাজারকুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফিজুর রহমান বলেন, শুক্রবার সকালে কক্সবাজার সদরের আইকনিক রেলস্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকা অভিমুখী প্রবাল এক্সপ্রেসের নিচে এক যুবক চাপা পড়েন। এতে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আরিফ হোছাইন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনার ব্যাপারে রেলওয়ে পুলিশকে অবহিত করা হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ