ATN
শিরোনাম
  •  

বাবুবাজার ব্রিজে যানজট নিরসনে কেন্দ্রীয় যুবদলের উদ্যোগ

         
বাবুবাজার ব্রিজে যানজট নিরসনে কেন্দ্রীয় যুবদলের উদ্যোগ

বাবুবাজার ব্রিজে যানজট নিরসনে কেন্দ্রীয় যুবদলের উদ্যোগ

চরম যানজটের ভোগান্তি থেকে সাধারণ মানুষকে রক্ষা করতে বাবুবাজার ব্রিজ এলাকায় স্বেচ্ছাসেবী কার্যক্রম শুরু করেছে কেন্দ্রীয় যুবদল। আজ সকালে শতাধিক স্বেচ্ছাসেবী নিয়ে সড়কে নামেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার।

কেরানীগঞ্জ থেকে ঢাকায় প্রবেশের প্রধান এই সড়কে প্রতিদিন ঘণ্টার পর ঘণ্টা যানজটে আটকে থাকছেন যাত্রীরা। গত কয়েকদিন আগে এমনই এক যানজটে অ্যাম্বুলেন্সে আটকে মৃত্যু হয় এক রোগীর। স্থানীয়রা বলছেন, অবৈধ অটোভ্যান, যত্রতত্র গাড়ি পার্কিং, আর ট্রাফিক পুলিশের অনিয়মই এ সমস্যার মূল কারণ।

আজ সকাল থেকেই বাবুবাজার ব্রিজের ঢাল, নয়াবাজার ও বংশাল এলাকায় যান চলাচল স্বাভাবিক রাখতে সক্রিয় ভূমিকা পালন করছেন যুবদলের স্বেচ্ছাসেবীরা। ট্রাফিক পুলিশের সহায়ক হিসেবে কাজ করার পাশাপাশি তারা রাস্তার পাশে অবৈধভাবে রাখা গাড়িগুলোর চালকদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন।

কেরানীগঞ্জ থেকে ধোলাইখালগামী ট্রাকচালক আসাদুল বলেন, "প্রতিদিন ব্রিজ পার হতে দুই ঘণ্টা লেগে যায়। আজকে পাঁচ মিনিটেই চলে এসেছি। প্রতিদিন যদি এমন ব্যবস্থা থাকত!"

ইসহাক সরকার বলেন, "এটা কোনো লোক দেখানো উদ্যোগ না। আমরা জনগণের দুর্ভোগ লাঘবের জন্য কাজ করছি, এই কার্যক্রম চলবে নিয়মিত।"

যুবদলের এমন কার্যক্রমে এলাকায় যানজট কিছুটা হলেও কমেছে বলে জানিয়েছেন পথচারী ও যাত্রীরা।

রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ