ATN
শিরোনাম
  •  

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

         
চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন, তিন ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি

চট্টগ্রাম নগরীর সিইপিজেড এলাকায় একটি পোশাক কারখানায় ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ঘটনার তিন ঘণ্টা পার হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আজ বৃহস্পতিবার দুপুর ২টা ১০ মিনিটে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে ‘অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড’ নামের একটি কারখানায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে ভবনের ৬ ও ৭ তলায়।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের অন্তত ১৭টি ইউনিট। এছাড়া উদ্ধার কাজে অংশ নিয়েছে নৌ বাহিনী ও বিমান বাহিনীর সদস্যরাও। আগুনের সূত্রপাত হয়েছে মূলত কারখানার গুদাম থেকে, যেখানে তৌয়ালে ও হাসপাতালের বিভিন্ন চিকিৎসা সরঞ্জাম রাখা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিসের উপপরিচালক জসিম উদ্দিন জানান, বিকেল ৫টা পর্যন্ত আগুন ৭০ ভাগ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনও প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে নিচতলায় অবস্থান করা কয়েকজন হুড়োহুড়িতে সামান্য আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ