ATN
শিরোনাম
  •  

এইচএসসি ও সমমানের পরীক্ষায় হাসি-কান্নার ফলাফল

         
এইচএসসি ও সমমানের পরীক্ষায় হাসি-কান্নার ফলাফল

এইচএসসি ও সমমানের পরীক্ষায় হাসি-কান্নার ফলাফল

এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলকে নিজেদের অধ্যাবসায়ের প্রাপ্তি বলে মনে করেন পরীক্ষার্থীরা। তারা বলছেন, সামগ্রিক ফলাফল এবার আশানুরূপ না হলেও, উত্তীর্ণ শিক্ষার্থীদের লক্ষ্য হওয়া উচিৎ, উচ্চ শিক্ষার জন্য সেরা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি পরীক্ষায় সেরা হওয়া। এদিকে, এই ফলাফলে মেধার প্রকৃত মূল্যায়ণ হয়েছে বলে মনে করেন শিক্ষকরা।

ফলাফলের দিন ঘটা করে উচ্ছ্বাস করেন শিক্ষার্থীরা। কেনইবা করবেননা, দীর্ঘদিনের পরিশ্রম যে এদিনই প্রাপ্তিতে রঙ্গিন হয়!

কেউ একা একা রোল মিলিয়ে নিজের রেজাল্ট খোঁজেন রেজাল্ট বোর্ডে, কেউবা আসেন দল বেধে, আবার অনেকেই আসেন বাবা-মাকে সঙ্গে নিয়ে।

পরিশ্রম স্বার্থকতা পায় কাঙ্খিত ফলাফলে।

যে অভিভাবকরা নিজেদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সন্তানকে জীবন যুদ্ধে জয়ী হতে গড়ে তোলেন, তাদের আনন্দ সবচেয়ে বেশি।

পরীক্ষার পর এবার ভর্তি যুদ্ধে নামার পালা। আর একেই মূল লড়াই বলছেন শিক্ষার্থী, অভিভাবকরা।

ভিকারুননিসা নূন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বলছেন বিগত সরকারের সময়ে লিখলেই নাম্বার দেয়ার প্রবণতা ছিলো। পাশাপাশি খাতা দেখার ধরনেও এবার পরিবর্তন হয়েছে। তাই এবারের ফলাফলে মেধার প্রকৃত মূল্যায়ন হয়েছে।

রিপোর্ট : এটিএন নিউজ / সা.সি
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ