ATN
শিরোনাম
  •  

রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু

         
রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু

রাকসু নির্বাচনে ভোট গ্রহণ শুরু

৩৫ বছর পর ভোট উৎসব রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। কেন্দ্রীয় ছাত্র সংসদ, হল সংসদ ও সিনেট প্রতিনিধি নির্বাচনে ভোট দিচ্ছেন শিক্ষার্থীরা। সকাল ৯টায় শুরু হয়েছে ভোটগ্রহণ। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা শিক্ষার্থী-ভোটার এবং প্রার্থীদের।

রাশিয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শুরু হওয়ার আগেই কেন্দ্রীকেন্দ্রে ব্যালট বাক্স সহ যাবতীয় সরঞ্জাম নিয়ে আসা হয়। গণমাধ্যমের সামনে ব্যালট বাক্স গুলো সিলগালা করেন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা।

এ সময় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিক সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসাররা।

ভোট গ্রহণ শুরু হয় সকাল ৯ টায়। শুরুতে খুব বেশি ভিড় না থাকায় শিক্ষার্থীরা নির্বিঘ্নেই ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছেন। ভোটের পরিবেশ এবং ভোট দেওয়া নিয়ে তারা ছিলেন সন্তুষ্ট।

বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখেন ছাত্রদল সমর্থিত প্যানেল ঐক্যবদ্ধ নতুন প্রজন্মের প্রার্থীরা। ভোটের পরিবেশ নিয়ে তারা বলেন বহিরাগত প্রবেশ না করলে সার্বিকভাবে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিতে পারবেন।

ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী মুস্তাফুর রহমান জাহিদ ভোট দেন জুবেরী ভবন কেন্দ্রে। বলেন সবকিছু ঠিক থাকলে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তিনি।

বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকিব। তিনি বলেন সুষ্ঠুভাবে ভোট গ্রহণের যে প্রতিশ্রুতি তারা দিয়েছেন সেটি কঠোরভাবে সংরক্ষণ করবেন তারা। ওই আমার মেশিনের মাধ্যমে যত দ্রুত সম্ভব ফলাফল ঘোষণা করার চেষ্টা করা হবে।

১৭টি ভোটকেন্দ্রে সকাল ৯ টায় শুরু হয়েছে ভোট গ্রহণ। চলবে একটানা বিকেল চারটা পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্যমতে, রাকসুতে এবার মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০১ জন।

রিপোর্ট : র / সা.সি

পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট শিক্ষা সংবাদ


অন্যান্য সংবাদ