বিদ্রোহের পর নিজেকে মাদাগাস্কারের প্রেসিডেন্ট ঘোষণা করলেন সেনা কর্মকর্তা রান্ড্রিয়ানিরিনা
মাদাগাস্কারে বিদ্রোহের পর নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেছেন সেনা কর্মকর্তা কর্নেল মাইকেল রান্ড্রিয়ানিরিনা। বুধবার ব্যারাক থেকে এক সাক্ষাৎকারে তিনি এ ঘোষণা দেন। কর্নেল মাইকেল রান্ড্রিয়ানিরিনা দেশটির সেনাবাহিনীর বিশেষ ইউনিট ক্যাপস্যাটের প্রধান।
তিনি জানান, সাংবিধানিক আদালত তাকে রাষ্ট্রপ্রধানের ভূমিকা গ্রহণের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি নতুন নেতা হিসেবে শপথ নেবেন।
নতুন সামরিক নেতৃত্ব দ্রুত একজন প্রধানমন্ত্রী নিয়োগ করবে, যিনি সরকার গঠন করবেন।
এর আগে, গত মঙ্গলবার রান্ড্রিয়ানিরিনা ঘোষণা দেন, সশস্ত্র বাহিনী মাদাগাস্কারে ক্ষমতা দখল করছে। জেন-জি নেতৃত্বাধীন রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা পালিয়ে যাওয়ার পর দেশটি এখন অনেকটা শান্ত।
গত শনিবার রান্ড্রিয়ানিরিনা এবং তার অভিজাত ক্যাপস্যাট ইউনিটের সেনারা রাজোয়েলিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে বিক্ষোভ গুরুত্বপূর্ণ মোড় নেয়। এক পর্যায়ে রাজোয়েলিনা পালিয়ে যেতে বাধ্য হন।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
তিনি জানান, সাংবিধানিক আদালত তাকে রাষ্ট্রপ্রধানের ভূমিকা গ্রহণের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি নতুন নেতা হিসেবে শপথ নেবেন।
নতুন সামরিক নেতৃত্ব দ্রুত একজন প্রধানমন্ত্রী নিয়োগ করবে, যিনি সরকার গঠন করবেন।
এর আগে, গত মঙ্গলবার রান্ড্রিয়ানিরিনা ঘোষণা দেন, সশস্ত্র বাহিনী মাদাগাস্কারে ক্ষমতা দখল করছে। জেন-জি নেতৃত্বাধীন রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে প্রেসিডেন্ট অ্যান্ড্রি রাজোয়েলিনা পালিয়ে যাওয়ার পর দেশটি এখন অনেকটা শান্ত।
গত শনিবার রান্ড্রিয়ানিরিনা এবং তার অভিজাত ক্যাপস্যাট ইউনিটের সেনারা রাজোয়েলিনার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলে বিক্ষোভ গুরুত্বপূর্ণ মোড় নেয়। এক পর্যায়ে রাজোয়েলিনা পালিয়ে যেতে বাধ্য হন।
রিপোর্ট : এটিএন নিউজ/টুবন
