ATN
শিরোনাম
  •  

কুষ্টিয়ায় তিন দিনের লালন স্মরণোৎসব শুরু

         
কুষ্টিয়ায় তিন দিনের লালন স্মরণোৎসব শুরু

কুষ্টিয়ায় তিন দিনের লালন স্মরণোৎসব শুরু

কুষ্টিয়ার ছেঁউড়িয়ার তিন দিনের লালন স্মরণোৎসব শুরু কাল। বাউল সাধুরা আখড়াবাড়ির আঙিনায় আসন পেতে বসেছেন। দিবসটি এ বছর থেকে জাতীয়ভাবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রস্তুতি শেষ পর্যায়ে।

১২৯৭ বঙ্গাব্দের পহেলা কার্তিক ফকির লালন সাঁই দেহত্যাগ করেন। সেই মোতাবেক এ বছর সাঁইজির ১৩৫তম তিরোধান দিবস। ভক্ত-অনুসারী বাউল সাধকরা এ দিনটিকে লালন স্মরণোৎসব হিসেবে পালন করে থাকেন।

সাঁইজির টানে আখড়াবাড়িতে ছুটে এসেছেন বাউল-সাধুরা। বলছেন, এই ধামে তাদের শুদ্ধ জ্ঞানলাভ ও আত্মশুদ্ধি ঘটে, ভাবের বিনিময় হয়।

দূরদূরান্ত থেকে অনেকেই ছুটে এসেছেন সাঁইজিকে জানতে ও বুঝতে।

এবারও কথা উঠেছে মাদক সেবনের বিষয়টি নিয়ে। বাউল-সাধুরা বলছেন, মাদকের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। বন্ধ হওয়া দরকার। তবে, আখড়াবাড়ির কর্তৃত্ব বাউল সাধুদের হাতে তুলে দেওয়ার দাবি রয়েছে তাদের।

কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বলেন প্রথমবারের মতো জাতীয়ভাবে পালিত হবে লালন স্মরণোৎসব। প্রস্তুতি শেষ করেছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন।

উৎসবের তিন দিন লালনভক্তরা নিজেদের মধ্যে ভাব বিনিময় করবেন। চলবে সাঁইজির গান পরিশেন এবং তাঁর দর্শন ও তত্ত্বকথার আলোচনা। বসবে গ্রামীণ মেলা।

রিপোর্ট : ত. / সা. সি.
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বাংলাদেশ সংবাদ


অন্যান্য সংবাদ