ATN
শিরোনাম
  •  

আদম পাচারের অভিযোগের আঙুল তোলা সেই খেলোয়াড়রাই জিতলেন সাত সোনা

         
আদম পাচারের অভিযোগের আঙুল তোলা সেই খেলোয়াড়রাই জিতলেন সাত সোনা

আদম পাচারের অভিযোগের আঙুল তোলা সেই খেলোয়াড়রাই জিতলেন সাত সোনা

ইতালির জেসোলো শহরে ৫-১৩ অক্টোবর অনুষ্ঠিত হয়েছে আইটিএফ তায়কোয়ান্দো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। যেখানে যাওয়ার আগে এই খেলোয়াড়দের দিকে অনেকে আদম পাচারের অভিযোগ তোলে। কিন্তু ৯ সদস্যের বাংলাদেশ দল শুধু ঢাকায় ফেরেইনি, তারা ইতালিতে লাল সবুজের পতাকা তুলে ধরেছে। বাংলাদেশের হয়ে প্রতিযোগিতায় সাতটি সোনা জেতেন খেলোয়াড়েরা।

ইতালিতে প্রথমে তেইশতম আইটিএফ তায়কোয়নদো ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নেন এই খেলোয়াড়েরা। এরপর জেসোলো তায়কোয়নদো ফর অল ইন্টারন্যাশনাল ওপেন তায়কোয়নদো চ্যাম্পিয়নশিপে অংশ নেন। এতে সোনা জেতেন সান্ত্বনা রানী রায়, সাদিয়া হোসেন, মিনাজ বিন নেওয়াজ স্বচ্ছ এবং হিরেন্দ্র চন্দ্র সরকার।
ছবি
ঢাকায় ফেরার পর সান্ত্বনা রানী বলেন, “একটি মহল আমার বিরুদ্ধে মিথ্যা তথ্য চালাচ্ছে। অপপ্রচার চালাচ্ছে। এই পক্ষ চায় না বাংলাদেশ তায়কোয়ান্দো খেলে বিশ্বে নাম উজ্জ্বল করুক। আমিসহ পুরো দল যাতে ইতালি যেতে না পারে সেজন্য যা যা করার সবই করে তারা। কিন্তু আমরা সেখানে গিয়ে ভালোভাবে খেলে এসেছি এবং পদকও জিতেছি। এতেই প্রমাণ হয় আমরা কাউকে ভুয়া খেলোয়াড় বানিয়ে নিয়ে যাইনি। তাছাড়া যে কজন গিয়েছিলাম সবাই ফিরে এসেছি।”

বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় সোনাজয়ী এই তায়কোয়ান্দো খেলোয়াড় ভবিষ্যতে আরও প্রতিযোগিতায় অংশ নিতে চান। এজন্য তিনি সরকারের পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা চেয়েছেন, “এমনিতেই বাংলাদেশে এই খেলা তত জনপ্রিয় না। কিন্তু আমি নিজে তৃণমূলে খেলাটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি। বিভিন্ন প্রতিষ্ঠানে কোচ হিসেবে কাজ করছি। আন্তর্জাতিক প্রতিযোগিতায় যাতে বাংলাদেশ আরও পদক জিততে পারে সেজন্য সরকারের প্রতি দীর্ঘমেয়াদী অনুশীলনের আশা করছি।”

রিপোর্ট : এটিএন নিউজ/মা.ই.স
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট খেলা সংবাদ


অন্যান্য সংবাদ