বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মালাইকা আরোরা আবারও খবরে। সদ্য প্রকাশিত হরর
সিনেমা ‘থাম্মা’-র আইটেম সং ‘পয়জন বেবি’-তে নেচে চমকে দিয়েছেন ৫২ বছর বয়সী
এই তারকা। গানটিতে তাঁর পারফরম্যান্সে মুগ্ধ ভক্তরা, তবে ছেলে আরহান খান
বিষয়টি নিয়ে করেছেন মজার মন্তব্য।
এক সাক্ষাৎকারে মালাইকা জানান, ছেলে গানটি দেখে বলেছে, “তুমি এরকম নাচতে পারো না!” তবে সঙ্গে সঙ্গে ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী বলেন, “ও মজা করে বলেছে, ঠাট্টাচ্ছলে।”
তিনি আরও জানান, আরহান খুব ভালো নাচে, আর সেই গুণটা এসেছে তার মায়ের কাছ থেকেই। “ও অসাধারণ নাচে এটা আমার কাছ থেকেই পেয়েছে,” বলেন গর্বিত মা মালাইকা।
মা-ছেলের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। মাঝে মাঝে তারা একসঙ্গে পুরনো হিট গান ‘মুন্নি বদনাম হুয়ি’ চালিয়ে নাচ করেন বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আরহান খান হলেন মালাইকা ও অভিনেতা আরবাজ খানের একমাত্র পুত্র। বর্তমানে পড়াশোনার পাশাপাশি নাচ নিয়েও কাজ করছেন তিনি।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
এক সাক্ষাৎকারে মালাইকা জানান, ছেলে গানটি দেখে বলেছে, “তুমি এরকম নাচতে পারো না!” তবে সঙ্গে সঙ্গে ব্যাখ্যা দিয়ে অভিনেত্রী বলেন, “ও মজা করে বলেছে, ঠাট্টাচ্ছলে।”
তিনি আরও জানান, আরহান খুব ভালো নাচে, আর সেই গুণটা এসেছে তার মায়ের কাছ থেকেই। “ও অসাধারণ নাচে এটা আমার কাছ থেকেই পেয়েছে,” বলেন গর্বিত মা মালাইকা।
মা-ছেলের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ বলেও জানিয়েছেন এই অভিনেত্রী। মাঝে মাঝে তারা একসঙ্গে পুরনো হিট গান ‘মুন্নি বদনাম হুয়ি’ চালিয়ে নাচ করেন বলেও জানিয়েছেন তিনি।
উল্লেখ্য, আরহান খান হলেন মালাইকা ও অভিনেতা আরবাজ খানের একমাত্র পুত্র। বর্তমানে পড়াশোনার পাশাপাশি নাচ নিয়েও কাজ করছেন তিনি।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
