ATN
শিরোনাম
  •  

তিন গোয়েন্দার লেখক রাকিবুল হাসান মারা গেছেন

         
তিন গোয়েন্দার লেখক রাকিবুল হাসান মারা গেছেন

তিন গোয়েন্দার লেখক রাকিবুল হাসান মারা গেছেন

বিখ্যাত কিশোর গোয়েন্দা সিরিজ ‘তিন গোয়েন্দার’ লেখক রকিব হাসান মারা গেছেন। বুধবার (১৫ অক্টোবর) রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুর খবর গণমাধ্যমে নিশ্চিত করেছেন সেবা প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মুর। তিনি সেবা প্রকাশনীর প্রতিষ্ঠাতা কাজী আনোয়ার হোসেনের ছোট ছেলে কাজী মায়মুর হোসেনের স্ত্রী।

১৯৫০ সালের ১২ ডিসেম্বর কুমিল্লায় জন্মগ্রহণ করেন রকিব হাসান। বাবার চাকরির কারণে শৈশব কেটেছে ফেনীতে। সেখান থেকেই স্কুলজীবন শেষ করে ভর্তি হন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনা শেষে বিভিন্ন চাকরিতে যুক্ত হলেও অফিসের বাঁধাধরা জীবনে তার মন টেকেনি। অবশেষে তিনি লেখালেখিকেই বেছে নেন জীবনের একমাত্র পথ হিসেবে।

রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট বিনোদন সংবাদ


অন্যান্য সংবাদ