চাকসু নির্বাচনে ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ তুললেন রাফি
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে
ভোটগ্রহণে ধীরগতির অভিযোগ করেছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের
(বিডিএসএস) যুগ্ম সম্পাদক খান তালাত মাহমুদ রাফি। বুধবার (১৫ অক্টোবর,
২০২৫) আইটি ভবনে ভোট দেওয়ার পর গণমাধ্যেমের কাছে তিনি এই অভিযোগ করেন।
রাফি বলেন, ‘সুযোগ থাকা সত্ত্বেও ভোট কেন্দ্র ও কক্ষ বাড়ানো হয়নি, যা এক প্রকার ষড়যন্ত্রের অংশ। শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’
ছাত্র আন্দোলনের সমন্বয়ে রাফি বলেন, ‘এই চাকসু গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার সুযোগ এনে দিয়েছে। দীর্ঘ বছর ধরে দলীয় আধিপত্যের কারণে বন্ধ থাকা শিক্ষার্থীদের অংশগ্রহণের পথ এখন খুলেছে।’
নির্বাচন কমিশন জানিয়েছে, দীর্ঘ ৩৫ বছর পর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ভোট অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
রাফি বলেন, ‘সুযোগ থাকা সত্ত্বেও ভোট কেন্দ্র ও কক্ষ বাড়ানো হয়নি, যা এক প্রকার ষড়যন্ত্রের অংশ। শিক্ষার্থীরা দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।’
ছাত্র আন্দোলনের সমন্বয়ে রাফি বলেন, ‘এই চাকসু গণঅভ্যুত্থান শিক্ষার্থীদের গণতান্ত্রিক চর্চার সুযোগ এনে দিয়েছে। দীর্ঘ বছর ধরে দলীয় আধিপত্যের কারণে বন্ধ থাকা শিক্ষার্থীদের অংশগ্রহণের পথ এখন খুলেছে।’
নির্বাচন কমিশন জানিয়েছে, দীর্ঘ ৩৫ বছর পর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে চাকসু, হল ও হোস্টেল সংসদ নির্বাচন। সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এবার ভোট অনুষ্ঠিত হচ্ছে ওএমআর ব্যালট পদ্ধতিতে। বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনে স্থাপন করা হয়েছে ১৫টি ভোটকেন্দ্র ও ৬১টি ভোটকক্ষ।
রিপোর্ট এটিএন নিউজ: জেড.এস
