ATN
শিরোনাম
  •  

সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচি পালন

         
সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচি পালন

সারা দেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মানববন্ধন কর্মসূচি পালন

বাংলাদেশ জামায়াতে ইসলামী সারা দেশে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিআর পদ্ধতিতে নির্বাচন, জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিতকরণ ও বাস্তবায়ন এবং গণভোটসহ পাঁচ দফা দাবিতে।

আজ বুধবার দুপুরে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে জামায়াতে ইসলামী ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। তাদের হাতে ছিল দাবি সংবলিত ব্যানার ও ফেস্টুন।

কর্মসূচিতে মূল দাবিগুলোর মধ্যে ছিল—উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন চালু, জুলাই সনদ বাস্তবায়ন, নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণসহ জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা।

সকালে জামালপুর শহরের ফৌজদারি চত্বরে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে জামায়াতে ইসলামী জামালপুর জেলা শাখা। এ সময় বক্তারা বলেন, এই পাঁচ দফা বাস্তবায়িত হলে দেশের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠিত হবে।

একই দাবিতে মৌলভীবাজার প্রেসক্লাব প্রাঙ্গনেও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মৌলভীবাজার জেলা জামায়াত আয়োজিত এই কর্মসূচিতে বক্তারা বলেন, ৫ আগস্টের পর জুলাই আন্দোলনের ফলেই জালেমদের বিদায় হয়েছে। এখন বাংলার মানুষ পিআর, গণভোট ও ফ্যাসিস্টদের বিচারের দাবিতে রাজপথে রয়েছে।

এছাড়া সকালে বান্দরবান শহরের শহীদ আবু সাঈদ মুক্ত মঞ্চের সামনে মানববন্ধনে অংশ নেন জেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা। বক্তারা বলেন, যারা সংস্কারের বিরোধিতা করছে, তারা যেনতেন নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চায়। কিন্তু জামায়াত চায় সংস্কার, চায় দুর্নীতিমুক্ত বাংলাদেশ। জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে দাবি আদায়ে সরকারকে বাধ্য করা হবে।

রিপোর্ট : চ. পা/টুবন
পাঠকের মন্তব্য

সংশ্লিষ্ট রাজনীতি সংবাদ


অন্যান্য সংবাদ