ব্যবসায়ীদের বিরোধিতার মুখে আজ বুধবার থেকে কার্যকর হচ্ছে চট্টগ্রাম বন্দরের নতুন ট্যারিফ কাঠামো। এর ফলে দেশের প্রধান সমুদ্রবন্দরের সেবা পেতে ব্যবহারকারীদের আগের চেয়ে দিতে হবে গড়ে ৪১ শতাংশ বেশি চার্জ।
বর্ধিত ট্যারিফের সিদ্ধান্তে ক্ষুব্ধ আমদানি-রপ্তানিকারকরা। এটি কার্যকর না করতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছে বন্দর ব্যবহারকারীদের সংগঠন চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরাম।
চিঠিতে তিন দফা প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। নতুন ট্যারিফ বাস্তবায়ন আপাতত স্থগিত রেখে সব অংশীজনের পরামর্শক্রমে যৌক্তিক ও বাস্তবভিত্তিক ট্যারিফ কাঠামো নির্ধারণ করার দাবি জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টার কাছে পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, বর্ধিত ট্যারিফের প্রত্যক্ষ প্রভাব দেশের মূল্যস্ফীতির ওপর পড়বে। আন্তর্জাতিক শিপিং কমিউনিটির মধ্যে চট্টগ্রাম বন্দরের গ্রহণযোগ্যতা ও আস্থা কমে যাবে।
রিপোর্ট : গি/টুবন
বর্ধিত ট্যারিফের সিদ্ধান্তে ক্ষুব্ধ আমদানি-রপ্তানিকারকরা। এটি কার্যকর না করতে প্রধান উপদেষ্টার কাছে চিঠি পাঠিয়েছে বন্দর ব্যবহারকারীদের সংগঠন চট্টগ্রাম পোর্ট ইউজার্স ফোরাম।
চিঠিতে তিন দফা প্রস্তাব দিয়েছেন ব্যবসায়ীরা। নতুন ট্যারিফ বাস্তবায়ন আপাতত স্থগিত রেখে সব অংশীজনের পরামর্শক্রমে যৌক্তিক ও বাস্তবভিত্তিক ট্যারিফ কাঠামো নির্ধারণ করার দাবি জানিয়েছেন তারা। প্রধান উপদেষ্টার কাছে পাঠানো চিঠিতে আরও বলা হয়েছে, বর্ধিত ট্যারিফের প্রত্যক্ষ প্রভাব দেশের মূল্যস্ফীতির ওপর পড়বে। আন্তর্জাতিক শিপিং কমিউনিটির মধ্যে চট্টগ্রাম বন্দরের গ্রহণযোগ্যতা ও আস্থা কমে যাবে।
রিপোর্ট : গি/টুবন
